হায়দরাবাদ, 26 অক্টোবর: "তারারাও কত আলোকবর্ষ দূরে...!" তারকাদের জীবন যতই খোলা বইয়ের পাতা হোক না কেন, কিছু কিছু সত্যি হারিয়ে যায় আলো-আধাঁরির ঝলকানিতে ৷ তবে অনেকেই আছেন, যাঁরা সেই অন্ধকারকে হারিয়ে জিতে গিয়েছেন জীবনের ময়দানে ৷ উদাহরণস্বরূপ বলা যেতে পারে দীপিকা পাড়ুকোনের নাম ৷ মানসিক অবসাদ নিয়ে যিনি জোর গলায় সকলের সামনে কথা বলেছেন ৷ মনের অসুখ নিয়ে কথা বলতে যিনি এতটুকু দ্বিধাবোধ করেননি ন্যাশনাল টেলিভিশনেও ৷ এবার সেই তালিকায় নাম লেখালেন পরিচালক করণ জোহরও ৷ কফি উইথ করণ, সিজন 8-এ মানসিক অবসাদ নিয়ে খুল্লাম খুল্লা আলোচনা করলেন রণবীর সিং, দীপিকা পাড়ুকোন ও করণ জোহর ৷
বৃহস্পতিবার টেলিকাস্ট হয়েছে 'কফি উইথ করণ সিজন 8' ৷ এদিন অতিথি হিসাবে রণবীর-দীপিকা তাঁদের প্রেম জীবন ও বিবাহিত জীবনের নানা কথা শেয়ার করেন প্রথমবার ৷ সেখানেই দীপিকা যখন মানসিক অবসাদে ভুগছিলেন তখন রণবীর কীভাবে তাঁর পাশে ছিল, তা শেয়ার করেন রকি অউর রানি কি প্রেমকাহিনী খ্যাত অভিনেতা ৷ তিনি বলেন, "একদিন দীপিকার ফোন আসে আমার কাছে ৷ সে বলে, আমি আচমকা ব্ল্যাক আউট হয়ে পড়ে গিয়েছি ৷ তুমি আসবে ৷ আমি ফোন রেখে বাইক নিয়ে বেরিয়ে পড়ি ৷ আমি গিয়ে দেখি, দীপিকা বসে রয়েছে, কিন্তু আমি স্পষ্ট বুঝতে পারি, কিছু একটা সমস্যা রয়েছে ৷... তারপর ও কাঁদতে শুরু করে ৷... আবার একদিন খাবার টেবিলে বসে আচমকাই কাঁদতে শুরু করে ৷ আমি বারবার প্রশ্ন করেছি, কি হয়েছে তোমার? কিন্তু ও কাঁদতেই থাকে ৷ আমি প্রথমদিকে বুঝতে পারতাম না আমার কী করা উচিত ৷ আমি বুঝতাম না, কী করলে ওকে ভালো রাখব ৷ এরপর আমি দীপিকার বাবা-মাকে ফোন করে ডাকি ৷ তাঁরা মুম্বই আসেন ৷ বেশ কিছু দিন থাকেন ৷ তখন দীপিকা নর্মাল ব্যবহার করত ৷"
কথার সেই রাশ টেনে দীপিকা বলেন, "আমি 18 বছর বয়স থেকে মুম্বইয়ে একা রয়েছি ৷ আমাকে সকলের সামনে স্ট্রং দেখাতে হয়েছে ৷ এমনকী, বাবা-মায়ের কাছেও ৷ আমি জানতাম, আমার কথা তাঁদের বললে, চিন্তিত হবে ৷ তাই আমি শুটিং, প্রমোশন, ইন্টারভিউ সব কিছু করেছি ৷ কিন্তু ভিতর থেকে আমি একদম খালি ছিলাম ৷ আমি বুঝতে পারছিলাম না, আমার কী হচ্ছে, কেন হচ্ছে ৷ এরপর যেদিন বাবা-মা ফিরে যাওয়ার জন্য ব্যাগ গোচ্ছাছিলেন, আমি আর থাকতে পারিনি ৷ হাউহাউ করে কাঁদতে থাকি ৷ আমি কিচ্ছু বলি না ৷ কিন্তু মা বুঝে যায় ৷ এরপরেই আমাদের পরিচিত এক মনোবিদের সঙ্গে কথা বলা শুরু করি ৷ সেই কাজ আমি এখনও করে চলেছি ৷"