মুম্বই, 15 এপ্রিল : সমস্ত জল্পনা, প্রতীক্ষার অবসান ঘটিয়ে কাপুর পরিবারের পুত্রবধূ হলেন আলিয়া ভাট ৷ তেমনই জামাতা হিসেবে ভাট পরিবার বরণ করে নিল রণবীর কাপুরকে ৷ আন্তর্জালে প্রথম বিয়ের ছবি প্রকাশ পেতেই আসমুদ্র-হিমাচল ভালবাসা উজাড় করে দিল নবদম্পতি 'রণলিয়া'-কে ৷ তবে অগুনতি অভিনন্দন-বার্তার মাঝেও বৃহস্পতিবার নেটাগকিদের চোখ খুঁজে ফিরছিল বিশেষ দু-একজনকে ৷ রাত বাড়তে সেই অপেক্ষাতেও দাঁড়ি পড়ল ৷
ভালবাসার কাছে হার মানল ইগো ৷ অতীত ভুলে প্রাক্তন প্রেমিক রণবীর কাপুর এবং নববধূ আলিয়া ভাটকে অভিনন্দনে ভরালেন ক্যাটরিনা কাইফ এবং দীপিকা পাড়ুকোন (Deepika Padukone and Katrina Kaif congratulate Ranbir-Alia on their wedding) ৷ বিয়ের সাজে নবদম্পতির ছবি ইনস্টা স্টোরিতে পোস্ট করে ভিকি কৌশল ঘরণী লিখলেন, "অভিনন্দন @আলিয়া ভাট #রণবীর কাপুর ৷ সবটুকু ভালবাসা এবং খুশি উজাড় করে দিলাম তোমাদের জন্য ৷"