পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Ranbir-Alia Wedding : চুপ থাকতে পারলেন না ! ইগো সরিয়ে 'রণলিয়া'কে ভালবাসা উজাড় করলেন দীপিকা-ক্যাটরিনা - Deepika Padukone and Katrina Kaif congratulate Ranbir-Alia on their wedding

ভালবাসার কাছে হার মানল ইগো ৷ অতীত ভুলে প্রাক্তন প্রেমিক রণবীর কাপুর এবং নববধূ আলিয়া ভাটকে অভিনন্দনে ভরালেন ক্যাটরিনা কাইফ এবং দীপিকা পাড়ুকোন (Deepika Padukone and Katrina Kaif congratulate Ranbir-Alia on their wedding) ৷

Ranbir-Alia Wedding
চুপ থাকতে পারলেন না ! ইগো সরিয়ে রণলিয়াকে অভিনন্দন দীপিকা-ক্যাটরিনার

By

Published : Apr 15, 2022, 8:57 AM IST

মুম্বই, 15 এপ্রিল : সমস্ত জল্পনা, প্রতীক্ষার অবসান ঘটিয়ে কাপুর পরিবারের পুত্রবধূ হলেন আলিয়া ভাট ৷ তেমনই জামাতা হিসেবে ভাট পরিবার বরণ করে নিল রণবীর কাপুরকে ৷ আন্তর্জালে প্রথম বিয়ের ছবি প্রকাশ পেতেই আসমুদ্র-হিমাচল ভালবাসা উজাড় করে দিল নবদম্পতি 'রণলিয়া'-কে ৷ তবে অগুনতি অভিনন্দন-বার্তার মাঝেও বৃহস্পতিবার নেটাগকিদের চোখ খুঁজে ফিরছিল বিশেষ দু-একজনকে ৷ রাত বাড়তে সেই অপেক্ষাতেও দাঁড়ি পড়ল ৷

ভালবাসার কাছে হার মানল ইগো ৷ অতীত ভুলে প্রাক্তন প্রেমিক রণবীর কাপুর এবং নববধূ আলিয়া ভাটকে অভিনন্দনে ভরালেন ক্যাটরিনা কাইফ এবং দীপিকা পাড়ুকোন (Deepika Padukone and Katrina Kaif congratulate Ranbir-Alia on their wedding) ৷ বিয়ের সাজে নবদম্পতির ছবি ইনস্টা স্টোরিতে পোস্ট করে ভিকি কৌশল ঘরণী লিখলেন, "অভিনন্দন @আলিয়া ভাট #রণবীর কাপুর ৷ সবটুকু ভালবাসা এবং খুশি উজাড় করে দিলাম তোমাদের জন্য ৷"

অন্যদিকে দীপিকা নবদম্পতিকে শুভেচ্ছা জানালেন টুইটারে ৷ আলিয়ার বিয়ের পোস্টে দীপিকা লেখেন, "ভালবাসা, হাসিখুশিতে এভাবেই আজীবন মুড়ে থেকো দু'জনে ৷" টুইটারাত্তিরা এসব দেখে চুপ থাকেন কী করে ? রণবীরের প্রাক্তন দের টুইট ঘিরে নেটাগরিকদের মন্তব্যে ভরে ওঠে নেটদুনিয়া ৷ কেউ লেখেন, "পরিণতবোধ বোধহয় একেই বলে ৷" তো কেউ আবার লেখেন, "দীপিকা-ক্যাটরিনার মিষ্টি অভিব্যক্তির জুড়ি মেলা ভার ৷"

আরও পড়ুন : গাঁটছড়া বেঁধে আলিয়াকে কোলে তুললেন রণবীর

অতীতে ঋষি কাপুর তনয়ের সঙ্গে দীপিকা পাড়ুকোন, ক্যাটরিনা কাইফের সম্পর্ক টক অফ দ্য টাউন হয়ে উঠলেও পরিণতি পায়নি বাস্তবে ৷ দীপিকা বর্তমানে ইন্ড্রাষ্টির খিলজি অর্থাৎ রণবীর সিংয়ের সঙ্গে সুখে সংসার করছেন ৷ অন্যদিকে অভিনেতা ভিকি কৌশলের সঙ্গে মাসকয়েক আগে গাঁটছড়া বেঁধেছেন ক্যাটরিনা |

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details