হায়দরাবাদ, 11 মে: বিশ্ব বিনোদনের মঞ্চে ভারতীয় নারীদের জয়জয়কার ৷ গ্লোবাল স্টার প্রিয়াঙ্কা চোপড়ার পর দীপিকা পাড়ুকোন ও আলিয়া ভাটও উঠে এসেছেন খবরের শিরোনামে ৷ এর আগে পাঁচজন বলিউড তারকা জায়গা পেয়েছেন টাইম ম্যাগাজিনের কভারপেজে ৷ এবার সেই তালিকায় নতুন সংযোজন ৷ টাইম ম্যাগাজিনের মুখ হলেন মস্তানি দীপিকা পাড়ুকোন ৷ সোশাল মিডিয়ায় সেই খবর অনুরাগীদের সঙ্গে শেয়ার করেছেন অভিনেত্রী ৷ সামনে এনেছেন পর্দার পিছনের ছবিও ৷ খুশির এই খবর সামনে আসতে তা ভাইরাল হতে খুব বেশি দেরি হয়নি ৷
শাহরুখ খান, প্রিয়াঙ্কা চোপড়া বা আমির খানের মতো বলিউড তারকারা 'টাইম' ম্যাগাজিনের কভার পেজে জায়গা পেয়েছেন অনেক আগেই ৷ এবার তালিকায় দীপিকা ৷ অভিনেত্রীর সাক্ষাৎকার তুলে ধরা হয়েছে এই ম্যাগাজিনে ৷ সেখানে উঠে এসেছে বার বার দীপিকা বিতর্কের সঙ্গে নাম জড়ানোর মতো বিষয়ও ৷ পদ্মাবত থেকে শুরু করে ছপ্পক বা পাঠান ছবির বেশরম গানে গেরুয়া বিকিনি পড়া, সবতিছু নিয়েই সমালোচনা ও বিতর্কের মুখে পড়তে হয়েছে দীপিকাকে ৷ এই প্রসঙ্গে প্রশ্ন করা হয়েছিল অভিনেত্রীকে ৷ সাক্ষাৎকারে জবাবে তিনি বলেন," আমি জানি না, আমার এই বিষয়ে কিছু অনুভব করা উচিত কি না ৷ কিন্তু সত্যি কথা বলতে, আমি এই বিষয়ে কিছুই অনুভব করি না ৷"