পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Debojyoti Mishra's book: একদা জাহ্নবীতীরে মিলে গেল দুই বাংলা, বই লিখলেন দেবজ্যোতি মিশ্র - দেবজ্যোতি মিশ্রর বই

এবার বই লিখলেন সঙ্গীত পরিচালক দেবজ্যোতি মিশ্র (Debojyoti Mishra's book)। তাঁর বই 'একদা জাহ্নবীতীরে...' (Ekoda Janhvi Tire), যেখানে স্মৃতির সরণিতে হেঁটেছেন শিল্পী ৷

Debojyoti Mishra written a book named Ekoda Janhvi Tire
একদা জাহ্নবীতীরে মিলে গেল দুই বাংলা, বই লিখলেন দেবজ্যোতি মিশ্র

By

Published : Apr 11, 2022, 2:44 PM IST

কলকাতা, 11 এপ্রিল:"একদা জাহ্নবীতীরে" - নিজের লেখা প্রথম বইয়ে স্মৃতির সরণিতে হাঁটলেন সঙ্গীত পরিচালক দেবজ্যোতি মিশ্র (Debojyoti Mishra's book)।

তিনি সুরে লেখেন । নোটেশনের লাইন টানা পাতাগুলো থেকে লাফ মেরে সেই সব সুর অক্ষর হয়ে, বাক্য হয়ে ছিটকে আসে । তাঁকে দু’মলাটের মধ্যে ধরে রাখা কি সহজ কথা ! তাঁর অঙ্গে অঙ্গে যে বাঁশি, তাঁর তরঙ্গে যে পূরবী আর মোৎজার্ট একাকার ।

সুরকার দেবজ্যোতি মিশ্র নীরবেই লিখেছেন তাঁর স্মৃতিরেখাকে (Debojyoti Mishra news)। সেই রেখা এ বাংলা - ও বাংলা মিলিয়ে এক বিশাল মন-ভূগোলের সীমানাহীন সীমানাকে নির্দেশ করে । 'একদা জাহ্নবীতীরে...' (Ekoda Janhvi Tire) দেবজ্যোতির প্রথম বই । এখানে এক দিকে যেমন স্থান পেয়েছে তাঁর ব্যক্তিগত স্মৃতি, তেমনই অন্য দিকে উঠে এসেছে সঙ্গীত ঘিরে নানা কাহিনি আর তার বিশ্লেষণ ।

আরও পড়ুন:সংগীতপরিচালক দেবজ্যোতি এবার চিত্রকর...

এই বইয়ে সলিল চৌধুরীর হাত ধরেছেন ঋত্বিক ঘটক, শিল্পীর বাবা জাহ্নবীরঞ্জন মিশ্রর সঙ্গে ধরা দিয়েছেন সত্যজিৎ রায়, কখনও উঁকি দিয়ে গিয়েছেন অনন্য রায়, তো কখনও ঝলকে ঝলকে ফুটে উঠেছেন ঋতুপর্ণ ঘোষ । আবার স্মৃতি থেকে কখন যেন রবীন্দ্রনাথের পাশটিতে বসে পড়েছেন চৈতন্যদেব । এই গ্রন্থ এক পুনর্যাত্রা । নিজের কাছে ফেরা । লেখকের সঙ্গে সঙ্গে পাঠকও সেই যাত্রার শরিক । শুধু লেখা নয়, এই বইতে উঠে এসেছেন তুলি-ইজেলের দেবজ্যোতিও । এক লগনছাড়া গদ্যতরঙ্গে নৌকা হয়ে ভেসে রয়েছে তাঁর আঁকা বেশ কিছু ছবি । গঙ্গার তরঙ্গে প্রাণপদ্ম ভাসানোর এই আয়োজন ।

আরও পড়ুন:Debojyoti Mishra on Salil Chowdhury: সলিল চৌধুরীর জন্মদিনে স্মৃতির সরণিতে দেবজ্যোতি মিশ্র

আগামী 12 এপ্রিল সত্যজিৎ রায় অডিটোরিয়ামে (আইসিসিআর) বইটি প্রকাশিত হওয়ার কথা । দেবজ্যোতি মিশ্র বললেন, "নিজের স্মৃতির কথা, স্মৃতি কথায় লিখে যাওয়া, যা আমার জীবনে বাস্তব একটা অন্য রকম অনুভূতি । বাবার কথা, ছেলেবেলা, কলোনির ঘর থেকে মোৎজার্ট-এর সঙ্গে পরিচিতি, রবীন্দ্রনাথ থেকে সলিল চৌধুরী । আমার সুরের পথ ধরে বেড়ে ওঠা এই বইতে লিপিবদ্ধ করলাম । সঙ্গে আমার আঁকা বেশ কিছু ছবিও আছে ।" বইটির প্রকাশক 'রাবণ'।

ABOUT THE AUTHOR

...view details