কলকাতা, 25 অগস্ট:পুজোয় এবার প্রখ্যাত সরোদ শিল্পী পণ্ডিত দেবজ্যোতি বসুর কণ্ঠে নতুন গান । সম্প্রতি হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতের ওস্তাদ এবং সুরকার হিসেবে সঙ্গীত শিল্পে অসামান্য অবদানের জন্য পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে রাজ্যের সর্বোচ্চ সম্মান 'বঙ্গবিভূষণ'-এ সম্মানিত হয়েছেন পণ্ডিত দেবজ্যোতি বসু । তিনি আই.সি.সি.আর-এর মাধ্যমে ভারতীয় সাংস্কৃতিক দূত হিসেবে দশটিরও বেশি দেশে সফর করেছেন ।
জাতীয় পুরস্কার বিজয়ী পরিচালক শেখর দাসের চলচ্চিত্র-সহ দশটিরও বেশি চলচ্চিত্রে সুরকার হিসেবে কাজ করেছেন (Debojyoti New Song Coming Soon)। উল্লেখ্য, সঙ্গীত ছাড়াও, তিনি টেলিভিশনের জন্য 550টিরও বেশি নন-ফিকশন পর্ব পরিচালনা করেছেন । সামাজিক কাজেও সমান সক্রিয় তিনি ।
নিজের আসন্ন কাজ নিয়ে তিনি বলেন, "বাংলার প্রখ্যাত শিল্পীদের সঙ্গে বেশ কয়েকটি একক গানে কাজ করছি, যেগুলো দুর্গাপুজোর আগে মুক্তি পাবে (Debojyoti Bose New Song)। তাছাড়া সরোদ বাদক হিসেবে আসন্ন মরশুমে কনসার্টের জন্য অপেক্ষা করছি । রাজ্য সঙ্গীত আকাদেমির অফিসিয়াল আহ্বায়ক হিসাবে, সঙ্গীতের প্রচার এবং নতুন প্রতিভা খোঁজে বাংলার গ্রামীণ অঞ্চলেও কাজ করার বিভিন্ন পরিকল্পনা রয়েছে আমার ।"