কলকাতা, 4 অক্টোবর: জোরকদমে চলছে সন্দীপ রায়ের আগামী ফেলুদা-কাহিনি 'নয়ন রহস্য' ছবির শুটিং । বুধবার এই ছবির অন্যতম গুরুত্বপূর্ণ অভিনেতা দেবনাথ চট্টোপাধ্যায়ের জন্মদিন । এই ছবিতে তিনি অভিনয় করছেন একজন জাদুকরের ভূমিকায় । গল্প পড়লেই জানা যায় গল্পে ম্যাজিশিয়ান সুনীল তরফদারের ভূমিকা ঠিক কতখানি ৷ তার হাত ধরেই ফেলুদার পরিচয় হবে নয়নের সঙ্গে ৷ যাঁকে ঘিরে তৈরি হবে আসল রহস্যটি ৷ এবার পর্দার ম্যাজিশিয়ান তাঁর ঝুলি থেকে বের করে আনলেন ছবি নিয়ে বেশ কয়েকটি নতুন আপডেট ৷
ছবিতে তার ম্যাজিক শো-এর ক্যাচ লাইন 'চমকদার তরফদার'। অভিনেতাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে আর তাঁর নতুন ছবির খবরাখবর নিতে যোগাযোগ করেছিল ইটিভি ভারত । অভিনেতা বলেন, "দু'টো খবর দেব আজ । প্রথমত, নয়ন রহস্যের ফাইনাল শুট করতে আমরা এই 9 তারিখ আবার চেন্নাই যাচ্ছি । তাই খুব এক্সাইটেড ইউনিটের সবাই । আর দ্বিতীয় খবরটি হল, 'বাহুবলী' ছবির অভিনেতা অভিনয় করছেন না আমাদের এই ছবিতে । অভিনয় করছেন চেন্নাইয়ের একজন অন্য অভিনেতা । নামটা বলতে পারব না ।"
'নয়ন রহস্য' ছবিতে ম্যাজিশিয়ান চরিত্রটিতে নিজেকে প্রস্তুত করার জন্য তিনি প্রশিক্ষণ নিয়েছেন প্রয়াত ম্যাজিশিয়ান প্রিন্স শীলের ম্যাজিশিয়ান কন্যা রোশনি এবং জামাই সুস্মিতের কাছে । দেবনাথ বলেন, "বাবুদা (সন্দীপ রায়) আমাকে বলেছিলেন হাতে কলমে ম্যাজিক না শিখলে ম্যাজিশিয়ানের চরিত্র ফুটিয়ে তোলা যায় না । আমার মাথায় পিসি সরকার জুনিয়রের কথা তো ছিলই ৷ কিন্তু তাঁকে তো অনুকরণ করা যায় না । মাথায় রাখা যায় তাঁকে । তাঁকে অনুকরণ করার চেষ্টাও তাই আমি করিনি । পাঁগড়িটা বেঁধে দিচ্ছেন বাবুদাই ।"
দেবনাথ আদতে থিয়েটারের মানুষ । তাঁর নাট্য জীবনের শুরুয়াত 'গণনাট্য সংঘের' হাত ধরে । বালির 'পটভূমি' নাট্যদলের হাত ধরে তাঁর অভিনয়ে হাতেখড়ি ৷ অভিনয় করেছেন 'স্পন্দন'-এও । 'মুখোমুখি' নাট্যদলে তিনি নিয়মিত অভিনয় করেছেন সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে । সৌমিত্র চট্টোপাধ্যায়ের অত্যন্ত স্নেহভাজন ছিলেন অভিনেতা । কিংবদন্তির সঙ্গে 'ফেরা', 'ঘটক বিদায়' নাটকে অভিনয় করেছেন তিনি । এই মুহূর্তে সৌমিত্র চট্টোপাধ্যায়ের কন্যা পৌলমী বসুর পরিচালনাতে তিনি অভিনয় করছেন 'অন্ধযুগ' নাটকে ।
আরও পড়ুন:'কিছুক্ষণ আরও না হয় রহিতে কাছে...', জন্মদিনে ফিরে দেখা গীতশ্রীর কিছু কালজয়ী গান
এ ছাড়াও 'চেতনা'তে নীল মুখোপাধ্যায়ের পরিচালনায় 'গিরগিটি', 'ডন তাকে ভাল লাগে' নাটকে অভিনয় করেন দেবনাথ চট্টোপাধ্যায় । সুমন মুখোপাধ্যায়ের পরিচালনায় অভিনয় করেছেন 'মেফিস্টো'তে । এভাবেই চলছে দেবনাথের অভিনয় যাত্রা । একইসঙ্গে সিনেমা, সিরিজ, মেগা সিরিয়াল, থিয়েটার সমান তালে চলছে অভিনেতার ।