পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Debasree recalls Rituparno: 'উনিশে এপ্রিল' ছিল ঋতুর জীবনের ল্যান্ডমার্ক ছবি: দেবশ্রী রায় - উনিশে এপ্রিল বাংলা ছবি

মঙ্গলবার পরিচালক ঋতুপর্ণ ঘোষের দশম মৃত্যুবার্ষিকী ৷ প্রয়াত ঋতুপর্ণের খুব কাছের বন্ধু ছিলেন অভিনেত্রী দেবশ্রী রায় ৷ ঋতুহীন টলিউড ৷ এতগুলো বছর পরও পর্দার অদিতি ফিরে গিয়েছেন '19 এপ্রিল'-এর সেই রাতে ৷

Debasree Roy On Rituparno Ghosh
পরিচালক ঋতুপর্ণ ঘোষের স্মৃতিচারণায় দেবশ্রী

By

Published : May 30, 2023, 10:17 PM IST

কলকাতা, 30 মে: সালটা 1994। ঋতুপর্ণ ঘোষের পরিচালনায় মুক্তি পায় বাংলা ছবি 'উনিশে এপ্রিল'। ছবিতে অভিনয় করেন অপর্ণা সেন, দেবশ্রী রায়, দীপঙ্কর দে, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়-সহ আরও অনেকে। মঙ্গলবার পরিচালক ঋতুপর্ণ ঘোষের দশম মৃত্যুবার্ষিকীতে 'উনিশে এপ্রিল'-এর মাধ্যমেই বন্ধু ঋতুকে ঘিরে স্মৃতির সরণীতে হাঁটলেন দেবশ্রী রায়।

প্রথম দেখা : "দীপঙ্কর দা'র মেয়ের বিয়েতে প্রথম দেখা হয়েছিল ঋতুর সঙ্গে। প্রথম সাক্ষাতেই আমাকে 'তুই' সম্বোধন করেছিল ঋতু। বলেছিল, আমার একটা ছবিতে অভিনয় করবি? চিনি না জানি না আমাকে 'তুই' বলে ডাকায় অদ্ভুত লেগেছিল। যেহেতু আমাকে 'তুই' বলে ডেকেছিল তাই আমিও 'তুই' বলেই ডেকেছিলাম। বলেছিলাম তুই আগে গল্পটা তো শোনা। ও সেদিনই আমাকে বলেছিল আমার মায়ের চরিত্রে রিনা দি (অপর্ণা সেন) থাকবে। এরপর একটা দিন ঠিক হয়। গল্প শুনি। শুনে মনে হয় এই ছবিটা আমার জীবনে একটা অন্য ধরনের ছবি হয়ে থেকে যেতে পারে। আর হলও তাই। এই ছবিই আমাকে জাতীয় পুরস্কার এনে দেয় জীবনে। অনেক ছবি বানিয়েছে ঋতু, অনেক বড় বড় শিল্পীদের নিয়ে বানিয়েছে কিন্তু 'উনিশে এপ্রিল' ওর জীবনের ল্যান্ডমার্ক ছবি। জাতীয় স্তরে পৌঁছে গিয়েছিল ছবিটা। এই ছবি আমার জীবনেও অন্যতম একটি হয়ে আছে। 'দাদার কীর্তি', '৩৬ চৌরঙ্গী লেন', 'ভালোবাসা ভালোবাসা' যেমন আমার জীবনের অন্যতম কয়েকটি ছবি, তেমনিই 'উনিশে এপ্রিল' আমার জীবনের সেরা একটি ছবি। উনিশে এপ্রিল ছবিটা মা এবং মেয়ে একসঙ্গে দেখে একজন মা আমাকে জানিয়েছিলেন তাঁর সঙ্গে তাঁর মেয়ের সম্পর্ক ভালো হয়ে গিয়েছে। এর থেকে বড় প্রাপ্তি আর কী হতে পারে?"

আর কোনও ঘটনা? অভিনেত্রী বলেন, "অনেক ঘটনা রয়েছে। রাত কাবার হয়ে যাবে। যে বাড়িতে আমাদের শুটিংটা হত সেই বাড়িটা ভেঙে ফেলার কথা ছিল। ক্যামেরা ভেঙে যাওয়ার কারণে শুটিং পিছিয়ে গিয়ে দেরি হওয়ায় লোকজন বাড়িটা ভাঙতে চলে আসে নির্দিষ্ট দিনে। ঋতু তো আর তাদের সামাল দিতে পারে না। আমাকে আর রিনা দি'কে বলে সামাল দিতে। আমরা শেষে চা খাইয়ে বুঝিয়ে সুঝিয়ে রাজি করাই ভদ্রলোককে। শেষ হয় শুটিং।

কেমন ছিল দুজনের বন্ধুত্ব ? অভিনেত্রী বলেন, "খুব ভালো বন্ধুত্ব ছিল আমাদের। ঝগড়া, খুনসুটি লেগেই থাকত আমাদের। কাজ নিয়েও ঝগড়া হত। কোনও শট ভালো লা লাগলে বলে দিত ভালো হয়নি। আমি বলতাম, এসে করে দিয়ে যা। কাজ নিয়েও ঝগড়া হত আমাদের। আগে 2 নম্বর স্টুডিওর কাছেই ওর বাড়ি ছিল। বাড়ির সামনে তাই যা হোক একটা পরে চলে আসত। আমরা বলতাম, এই যা চেঞ্জ করে আয়। তোর দিকে তাকানো যাচ্ছে না। এরকম ছিল আমাদের সম্পর্ক। আজকের দিনে ওকে মনে তো পড়ছেই। আমি সবশেষে আবারও বলব 'উনিশে এপ্রিল' হল ওর জীবনের ল্যান্ডমার্ক ছবি।

আরও পড়ুন: শুধু গল্প বলিয়ে নয়, রূপোলি পর্দাই ঋতুপর্ণের যুদ্ধের হাতিয়ার

উল্লেখ্য, 'উনিশে এপ্রিল' পরিচালক ঋতুপর্ণ ঘোষের দ্বিতীয় ছবি। এর আগে মুনমুন সেন এবং বসন্ত চৌধুরী অভিনীত 'হীরের আংটি' পরিচালনা করেন তিনি। ঋতুপর্ণ ঘোষের 'অসুখ' ছবিতেও অভিনয় করেন দেবশ্রী রায়।

ABOUT THE AUTHOR

...view details