পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

New Film Titli Cottage: শর্মিষ্ঠা দেবের মিষ্টি ভূতের গল্পে দেবশ্রী রায়, তৈরি হচ্ছে 'তিতলি কটেজ' - New Film Titli Cottage is Coming Soon

শর্মিষ্ঠা দেবের পরিচালনায় আসতে চলেছে নতুন ছবি 'তিতলি কটেজ'(New Film Titli Cottage) ৷ বিশেষ চরিত্রে ফের বড় পর্দায় দেবশ্রী রায় ৷

Etv Bharat
শর্মিষ্ঠা দেবের মিষ্টি ভূতের গল্পে দেবশ্রী রায়, তৈরি হচ্ছে 'তিতলি কটেজ'

By

Published : Nov 29, 2022, 7:19 PM IST

কলকাতা, 29 নভেম্বর: বাংলা চলচ্চিত্র পরিচালকের তালিকায় যুক্ত হয়েছে আরও একটি নাম ৷ তিনি শর্মিষ্ঠা দেব(New Film Titli Cottage) ৷ এর আগে বড় পর্দার জন্য তিনি বানিয়েছেন 'কাদম্বরী আজও', 'উদবাস্তু'। 'কাদম্বরী আজও' মুক্তি পেয়েছে এবছরই । আর পোস্ট প্রোডাকশন চলছে 'উদবাস্তু'র । এছাড়া শর্মিষ্ঠা বানিয়েছেন 'অর্কিড' নামের ওয়েব ফিল্ম । 'কাদম্বরী আজও'-তে অভিনেত্রী অঙ্কিতা চক্রবর্তী ছিলেন মুখ্য ভূমিকায় ।

ছবিতে বিশেষ চরিত্রে থাকছেন রাজ ভট্টাচার্য এবং রূপসা চট্টোপাধ্যায়

প্রসঙ্গত, ভূতের ছবি দেখতে দর্শক আজ নয়, যুগ যুগ ধরে একইভাবে পছন্দ করে আসছে । তা সে বাংলায় হোক বা হিন্দি কিংবা ইংরেজি । একইভাবে গা ছমছমে ভূতের গল্প হোক বা কমেডি সমৃদ্ধ ভূতের গল্প- ভূত থাকলেই আগ্রহের পারদ চড়ে দর্শকের মনে । 'ভূতের ভবিষ্যৎ', 'ভবিষ্যতের ভূত', 'বল্লভপুরের রূপকথা'-সহ আছে আরও বেশ কিছু নাম । সেই তালিকায় এবার যুক্ত হতে চলেছে 'তিতলি কটেজ'। ছবিতে জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী দেবশ্রী রায় রয়েছেন একটি চমকপ্রদ চরিত্রে( Debasree Roy New Film Titli Cottage) ।

থাকছেন অংশু বাচ এবং গার্গী সেনগুপ্তও ৷

'সর্বজয়া' ধারাবাহিক শেষ হওয়ার পর এবার অনেকদিন পর বড় পর্দায় অভিনেত্রী। এই ছবিতে একজন বিজনেস টাইকুনের ভূমিকায় দেখা যাবে তাঁকে। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে 'তিতলি কটেজ'-এর শুটিং । তিনচুলে এবং কলকাতায় হচ্ছে শুটিং । এই ছবিতে রয়েছেন দেবশ্রী রায়, রাজ ভট্টাচার্য, রূপসা চট্টোপাধ্যায়, রাজদীপ সরকার, অংশু বাচ, গার্গী সেনগুপ্ত প্রমুখ(New Film Titli Cottage is Coming Soon)।

ছবিতে দেখা যাবে রাজদীপ সরকারকেও ৷

আরও পড়ুন:কলকাতায় 'ইন্ডিয়া লকডাউন' এর প্রিমিয়ার দেখলেন মধুর ভান্ডারকার

উল্লেখ্য, অভিনয় করতে দেখা যাবে আসামের প্রথম সারির অভিনেত্রী নিশীতা গোস্বামীকে । রয়েছে শিশু শিল্পী দেবাংশী পাল । প্রসঙ্গত, দেবাংশী এবং গার্গী দু'জনেই এই ছবিতে ডেবিউ করছেন । ছবির গল্পের বিষয়ে জানতে চাইলে শর্মিষ্ঠা দেব বলেন, "এটা একটা মিষ্টি ভূতের গল্প । ছবিতে ভয়ের সঙ্গে সঙ্গে দর্শক আনন্দও পাবেন । এই ছবির চিত্রনাট্য এবং সংলাপ লিখেছেন শুভম রায় । ছবির ডিওপি করছেন শঙ্খদ্বীপ মান্না ।" চলতি বছরে 'তেলেঙ্গানা বেঙ্গলি ফিল্ম ফেস্টিভ্যাল'এ দেখানো হবে শর্মিষ্ঠা দেব পরিচালিত বাংলা ছবি 'কাদম্বরী আজও'। আর তা নিয়েও বেশ উচ্ছ্বসিত তিনি।

ABOUT THE AUTHOR

...view details