কলকাতা, 29 সেপ্টেম্বর:অভিনেতা তাপস পালের কথা বললেই আরেকজনের মুখ ভেসে ওঠে সিনেপ্রেমী দর্শকের মনে ৷ তিনি অবশ্যই অভিনেত্রী দেবশ্রী রায় ৷ দু'জনের রসায়ন বাংলা সিনেমার ইতিহাসে রচনা করেছে একটি নতুন অধ্যায় ৷ 'ভালোবাসা ভালোবাসা' ছবির হাত ধরে বাংলাকে এই নতুন জুটির সঙ্গে পরিচয় করিয়ে দেন পরিচালক তরুণ মজুমদার ৷ এর আগে 'দাদার কীর্তি' ছবিতে তাঁরা দু'জনেই অভিনয় করেছিলেন ঠিকই ৷ তবে সেখানে তাঁদের জুটিতে দেখা যায়নি ৷ 'ভালোবাসা ভালোবাসা' ছবির পর আর ফিরে তাকাতে হয়নি তাঁদের ৷ আজ সেই কিংবদন্তি অভিনেতার জন্মদিন ৷ আর প্রিয় তাপসের জন্মদিনে ইটিভি ভারতের কাছে অভিজ্ঞতার ভাণ্ডার উজার করে দিলেন দেবশ্রী ৷
অভিনেত্রী বলেন, "একটাই কথা বলব তাপস আমার নায়ক, আমার বন্ধু ৷ তাপস-দেবশ্রী জুটি জন্ম হয়েছিল 'ভালোবাসা ভালোবাসা' ছবি থেকে ৷ আজকের দিনে আমার সহশিল্পী আর এক কাছের বন্ধুকে মনে পড়ছে ৷ অকালে একটা নক্ষত্র ঝড়ে গিয়েছে ৷ আমি জানিনা আকাশের কোন তারা হয়ে তাপস লুকিয়ে আছে ৷"
তাপসের সঙ্গে কাজ ও তাঁদের জুটি নিয়ে বলতে গিয়ে তিনি বলেন, "দাদার কীর্তি থেকে আমরা যাত্রা শুরু করেছিলাম ৷ তবে সেই ছবিতে তাপস আমার নায়ক ছিল না ৷ 'ভালোবাসা ভালোবাসা' ছবির হাত ধরে যে জুটি তৈরি হল তারপর আর ফিরে তাকাতে হয়নি আমাদের ৷ বাঙালি দর্শক আমাদের খুব সুন্দরভাবে গ্রহণ করেছিলেন ৷ আমি যতদিন অভিনয় করব ততদিন তাপসের কথা মনে থাকবে ৷ আমার মনে হয় না, এমন একটা সরল মুখ আর সরল হাসি আমরা আর খুঁজে পাব!"