হায়দরাবাদ, 24 জানুয়ারি:'পাঠান' ছবি নিয়ে বিতর্কের পর রাজকুমার সন্তোষীর 'গান্ধি গডসে: এক যুদ্ধ' নিয়েও তৈরি হল আলোড়ন ৷ জানা গিয়েছে সন্তোষী এই ছবির জন্য় রীতিমতো প্রাণনাশের হুমকি পাচ্ছেন ৷ যদিও কয়েকদিন আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সিনেমা নিয়ে অবিবেচকের মতো মন্তব্য করা থেকে দূরে থাকতে অনুরোধ করেছেন ৷ কিন্তু তারপরেও থামছে না বিতর্ক ৷ এবার রাজকুমার সন্তোষীকেও তাঁর নতুন ছবির জন্য সমস্যার মুখে পড়তে হল (Death threats to director Rajkumar Santoshi) ৷
হুমকি পাওয়ার পর সোমবার পুলিশে অভিযোগ দায়ের করেন পরিচালক ৷ পুলিশের কাছে অভিযুক্তের বিরুদ্ধে কঠিন ব্য়বস্থা নেওয়ার অনুরোধ করেছেন তিনি ৷ শুধু তাই নয় এই বর্ষীয়ান পরিচালক এও জানিয়েছেন তাঁর সঙ্গে সঙ্গে হুমকি দেওয়া হচ্ছে তাঁর পরিবারকেও ৷ বিশেষ পুলিশ কমিশনার দেবেন ভারতীকে লেখা চিঠিতে রাজকুমার সন্তোষী অনুরোধ করেছেন তাঁকে যেন বিশেষ সুরক্ষা দেওয়া হয় ৷ চিঠিতে তিনি লিখেছেন, গত 20 জানুয়ারি তিনি তাঁর দলের সঙ্গে মুম্বইয়ের আন্ধেরি এলাকায় একটি সাংবাদিক সম্মেলন করেছিলেন ৷ একটি দল সেখানে হট্টগোল শুরু করে ৷ বাধ্য হয়ে তাঁদের ছবির প্রচার বন্ধ করতে হয় ৷ তাঁকে সেখানেই মৃত্য়ুর হুমকি দেওয়া হয় বলেও জানান পরিচালক ৷