হায়দরাবাদ, 24 সেপ্টেম্বর: শনিবারই জন্মদিনের একটা বসন্ত পার করেছেন সৃজিত মুখোপাধ্যায় ৷ শুভেচ্ছা জানিয়েছেন অগণিত অনুরাগীরা ৷ তাঁদের রিটার্ন গিফট দিলেন রবিবার ৷ প্রকাশ্যে এল 'দশম অবতার' ছবির ট্রেলার ৷ এই পুজোয় সৃজিতের প্রথম কপ ইউনিভার্সের ছবির সাক্ষী থাকবে শহর তিলোত্তমা ৷
22 শে শ্রাবণ-এর পর এই ছবিতে পরিচালক ফিরিয়ে আনলেন পুলিশ আধিকারিক প্রবীর রায়চৌধুরী ওরফে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে ৷ সঙ্গে বিজয় পোদ্দার ওরফে অনির্বাণ ভট্টাচার্য, যীশু সেনগুপ্ত ও জয়া আহসান ৷ ট্রেলারের ছক্কা হাঁকালেন পরিচালক সৃজিত ৷
ট্রেলারের শুরুতে দেখা যায়, শহরের বুকে হয়ে যাচ্ছে একটার পর একটা খুন ৷ কিন্তু সেই খুনের কিনার করতে পারছে না কলকাতা পুলিশ ৷ খুনের রহস্যের কিনারা করতে ডাক পড়ে পুলিশ আধিকারিক প্রবীর রায়চৌধুরীর ৷ ছক ভাঙা গল্পে আরও একবার আইকনিক প্রবীর রায়চৌধুরী চরিত্রে প্রসেনজিৎ-এর সংলাপ রাফ অ্যান্ড টাফ ৷ অন্যদিকে, বিজয় পোদ্দার অর্থাৎ অনির্বাণ ভট্টাচার্যের সংলাপে মজা থাকলেও, অ্যাকশনে তিনিও যে কিছু কম যান না, তার প্রমাণ এই ট্রেলার ৷ এছাড়া যীশু ও জয়া আহসানে চরিত্রকে ট্রেলার দেখে বলা যেতে পারে ধূসর ৷ আর এখানেই হয়তো পরিচালক রেখেছেন টুইস্ট ৷ 2011-এর পর 2023 ৷ কেটে গিয়েছে এক যুগ ৷ কিন্তু একইরকম মেজাজ ও ক্ষুরধার বুদ্ধি নিয়ে ফিরেছেন প্রবীর রায়চৌধুরী ৷
আরও পড়ুন:'দেশের আসল নায়কের কাহিনি জানুন!', নতুন ছবির ট্রেলার মুক্তির দিন জানিয়ে লিখলেন অক্ষয়
19 অক্টোবর পুজোর আবহে মুক্তি পাচ্ছে 'দশম অবতার' ৷ ক্রাইম ও থ্রিলারে ভরপুর এই ছবির ট্রেলার সোশাল মিডিয়ায় ইতিমধ্যেই দর্শকদের প্রশংসা কুড়িয়ে নিয়েছে ৷ ট্রেলারের পরতে পরতে রয়েছে টান টান উত্তেজনা ৷ তেমনই আবার রয়েছে গোলকধাঁধার মতো হাজারো প্রশ্ন ৷ উত্তর আছে ভাবলেই ভুল মনে হবে ৷ দর্শকরা উপরি পাওনা হিসাবে পাবেন রূপম ইসলাম ও অনুপমের গানের ঝলক ৷