হায়দরাবাদ, 1 অক্টোবর: চমকটা যে আসবে তা সকলেই জানত ৷ তবে এইভাবে আসবে তা বোঝেননি অনুরাগীরা ৷ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের জন্মদিনে পরিচলক সৃজিত মুখোপাধ্যায়েক বিশেষ উপহার ৷ প্রকাশ্যে আসে 'দশম অবতার' ছবির প্রথম গান 'আমি সেই মানুষটা আর নেই' ৷
প্রযোজনা সংস্থার তরফে শনিবার এক বিশাল আয়োজন করা হয় গান মুক্তির অনুষ্ঠান উপলক্ষ্যে ৷ এই দিন অসংখ্য দর্শকদের সাক্ষী রেখে প্রকাশ্যে আসে এই গান ৷ উপস্থিত ছিলেন পরাণ বন্দ্যোপাধ্যায়, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য ও জয়া আহসান ৷ আর বিরাট সেই মঞ্চে সেলিব্রেট করা হয় টলিউডের বুম্বাদার জন্মদিনও ৷
'আমি সেই মানুষটা আর নেই' গানটি গেয়েছেন অনুপম রায়। লেখা এবং সুরও তাঁর। ইউটিউবে প্রযোজনা সংস্থার তরফে গানটি মুক্তিতে ক্যাপশনে লেখা হয়েছে, "আমরা সবাই যে মানুষটা ছিলাম কোনও একসময়, যে মানুষটা হতে চেয়েছিলাম একদিন, ধাক্কা খেতে খেতে সেই মানুষটা কোথায় হারিয়ে যায়! সেই বদলে যাওয়া, হেরে যাওয়া মানুষদের গল্প বলে 'আমি সেই মানুষটা আর নেই'। অনুপম রায়-এর কথা-সুরে ও তারই কন্ঠে সৃজিত মুখোপাধ্যায়ের সিনেমা 'দশম অবতার'- এর গান আমি সেই মানুষটা আর নেই শুনে নিন ৷"