হায়দরাবাদ, 30 জুন: বিয়ের 11 বছর পর মা হয়েছেন অভিনেতা রাম চরণের স্ত্রী উপাসনা কামিনেনি ৷ 20 জুন রাতে উপাসনা জন্ম দেন এক কন্যার ৷ স্বাভাবিকভাবেই এখন আনন্দে মেতে উঠেছে গোটা পরিবার ৷ রাম চরণের বাবা মেগাস্টার চিরঞ্জীবীও কয়েকদিন আগেই জানিয়েছিলেন তাঁর পরিবারে নতুন সদস্যের আগমনে ঠিক কতখানি খুশি তিনি ৷ এবার তোড়জোড় শুরু হয়ে গিয়েছ রাম চরণ কন্যার নামকরণের অনুষ্ঠান নিয়ে ৷ খবর অনুযায়ী 30 জুন হতে চলেছে এই বিশেষ অনুষ্ঠান ৷
কোথায় হবে নামকরণ অনুষ্ঠান:
সম্প্রতি একটি ভিডিয়ো বার্তার মাধ্য়মে উপাসনা জানিয়েছিলেন শুক্রবার হতে চলেছে এই নামকরণের বিশেষ অনুষ্ঠান ৷ জানা গিয়েছে, হায়দরাবাদেই হতে চলেছে এই অনুষ্ঠানটি ৷ উপাসনা সম্প্রতি আরও একটি ভিডিয়ো শেয়ার করেছেন যেখানে দেখা গিয়েছে, ঘর সাজানোর কাজও শুরু হয়ে গিয়েছে ৷ ফুল দিয়ে সাজানো হচ্ছে সারা বাড়ি ৷ অনেক সংবাদমাধ্যম এও বলছে আজই মেয়ের নাম ভক্তদের জানাতে পারেন রাম চরণ-উপাসনা ৷