কলকাতা, 14 অগস্ট: আগামিকাল তিনি পার করতে চলেছেন আরও একটি বসন্ত ৷ তার আগেই প্রি-বার্থডে সেলিব্রেশনে মেতে উঠলেন দর্শনা বণিক ৷ দর্শনা এখন বাংলা ইন্ডাস্ট্রিতে বেশ পরিচিত মুখ ৷ আগামীতে বিক্রম চট্টোপাধ্যায় এবং মধুমিতা সরকারের সঙ্গে তিনি স্ক্রিনশেয়ার করতে চলেছেন 'কে প্রথম কাছে এসেছি' ছবিতে ৷ আবার অন্য়দিকে বলিউডেও পরপর কাজ করছেন তিনি ৷ পরমব্রত চট্টোপাধ্যায়ের সঙ্গে তিনি কাজ করছেন 'নোটারি' ছবিতে ৷ এছাড়া অনুরাগ বসুর 'মেট্রো ইন দিনো' ছবিতেও কাজ করার কথা রয়েছে তাঁর ৷
এরই মাঝে 28 পূর্ণ করে তিনি 29-এ পা দিতে চলেছেন মঙ্গলবার ৷ জন্মদিনের সেলিব্রশন শুরু হয়ে গেল সোমবার থেকেই ৷ এদিন ইনস্টা স্টোরিতে নায়িকা শেয়ার করেছেন কেক কাটার ভিডিয়ো ৷ জিমে বেশকিছু বন্ধুদের সঙ্গে চকোলেট কেক নিয়ে জন্মদিনের আনন্দে মেতে উঠেছেন তিনি ৷ এদিন সেই ভিডিয়ো শেয়ার করে অভিনেত্রী লেখেন, "অ্যাডভান্স সেলিব্রেশন ৷ ধন্যবাদ সকলকে ৷"
দর্শনার প্রি বার্থডে সেলিব্রেশন কয়েক দিন দর্শনা ছিলেন অরুণাচল প্রদেশে ৷ বিক্রমের সঙ্গে নতুন ছবি 'কে প্রথম কাছে এসেছি'র শুটিং নিয়ে ব্য়স্ত ছিলেন নায়িকা ৷ অনুরাগীদের জন্য় সেই ছবিও শেয়ার করেছিলেন তিনি ৷ যেখানে তাঁর দেখা মিলেছিল বেশ রোম্যান্টিক মেজাজে ৷ ছবির গল্প নিয়ে এখনও কিছুই জানা যায়নি ৷ তবে শিলাদিত্য মৌলিক এই ছবিতে দর্শনাকে কীভাবে ব্যবহার করেন সেটাই দেখার ৷
আরও পড়ুন:'দুর্গের দরজা খুলছে খুব তাড়াতাড়ি!' সৃজিতের শুটিংয়ের ঝলক শেয়ার করে জানালেন নির্মাতারা
ওটিটি হোক বা বড় পর্দা দর্শনার সবক্ষেত্রেই অবাধ বিচরণ ৷ তিনি ইতিমধ্যেই কাজ করে ফেলেছেন 'হ্যালো মিনি', 'বউ কেন সাইকো', 'ব্যোমকেশ ও পিঁজরাপোল'-এর মতো একাধিক জনপ্রিয় সিরিজে ৷ পাশাপাশি তাঁকে দেখা গিয়েছে বেশকিছু ছবিতে ৷ তালিকায় রয়েছে 'আসছে আবার শবর', 'আমি আসব ফিরে', 'হুল্লোড়', 'অপারেশন সুন্দরবন'-এর মতো বিভিন্ন ছবি ৷ নানা ধরনের চরিত্রে নিজেকে মেলে ধরতে ভালোবাসেন তিনি ৷ দর্শনা কাজ করেছেন দক্ষিণি ইন্ডাস্ট্রিতেও ৷