কলকাতা, 4 ডিসেম্বর: পরিচালক অরুণ রায়ের হাত ধরে বড় পর্দায় আসতে চলেছে বাংলা ছবি 'বাঘাযতীন' । এবার স্বাধীনতা সংগ্রামী বাঘাযতীন অর্থাৎ যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে দেবকে ।
বিনয়, বাদল, দীনেশের পর আরেক স্বাধীনতা সংগ্রামী যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের জীবনীকে বড় পর্দায় নিয়ে আসছেন পরিচালক । এ বছর স্বাধীনতা দিবস উদযাপনের দিনেই ছবির অফিসিয়াল পোস্টার সামনে আনেন অভিনেতা । স্বাধীনতা সংগ্রামী যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের বীর সংগ্রাম যে এই ছবির উপজীব্য বিষয়, তা বলাই বাহুল্য । পরিচালক স্বাধীনতা সংগ্রামীর জীবনের আর কোন কোন দিক তুলে ধরবেন তা জানা যায়নি এখনও । তবে, 'ডান্স ডান্স জুনিয়র সিজন থ্রি'-র কোয়ার্টার ফাইনালের মঞ্চে জানা গেল যে, এই ছবিতে অভিনয় করবে আরোহী বাখুলি(Dance Dance Junior Competitor Arohi will acts with Dev in film Bagha Jatin)। আরোহী 'ডান্স ডান্স জুনিয়র সিজন থ্রি'-র প্রতিযোগী ।