পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Bagha Jatin Bengali Film: 'বাঘাযতীন' ছবিতে দেবের সঙ্গে অভিনয় করবে ডান্স ডান্স জুনিয়রের আরোহী - বাংলা ছবি বাঘাযতীন

ডান্স ডান্স জুনিয়র সিজন থ্রি-র প্রতিযোগী আরোহী বাখুলিকে এবার দেখা যাবে বাঘাযতীন সিনেমায়(Bagha Jatin Bengali Film)৷ প্রতিযোগিতার মঞ্চে একথায় জানালেন অভিনেতা দেব ৷

Etv Bharat
আরোহী বাখুলি

By

Published : Dec 4, 2022, 12:39 PM IST

কলকাতা, 4 ডিসেম্বর: পরিচালক অরুণ রায়ের হাত ধরে বড় পর্দায় আসতে চলেছে বাংলা ছবি 'বাঘাযতীন' । এবার স্বাধীনতা সংগ্রামী বাঘাযতীন অর্থাৎ যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে দেবকে ।

বিনয়, বাদল, দীনেশের পর আরেক স্বাধীনতা সংগ্রামী যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের জীবনীকে বড় পর্দায় নিয়ে আসছেন পরিচালক । এ বছর স্বাধীনতা দিবস উদযাপনের দিনেই ছবির অফিসিয়াল পোস্টার সামনে আনেন অভিনেতা । স্বাধীনতা সংগ্রামী যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের বীর সংগ্রাম যে এই ছবির উপজীব্য বিষয়, তা বলাই বাহুল্য । পরিচালক স্বাধীনতা সংগ্রামীর জীবনের আর কোন কোন দিক তুলে ধরবেন তা জানা যায়নি এখনও । তবে, 'ডান্স ডান্স জুনিয়র সিজন থ্রি'-র কোয়ার্টার ফাইনালের মঞ্চে জানা গেল যে, এই ছবিতে অভিনয় করবে আরোহী বাখুলি(Dance Dance Junior Competitor Arohi will acts with Dev in film Bagha Jatin)। আরোহী 'ডান্স ডান্স জুনিয়র সিজন থ্রি'-র প্রতিযোগী ।

শনিবারের পর্বে মঞ্চে হাজির ছিলেন দেবের ফিল্মি কেরিয়ারের অন্যতম নায়িকা কোয়েল মল্লিক । দেব এদিন সবার সামনেই বলেন, "বাঘাযতীন-এর কাস্ট ঠিক করতে বসে আমি আরোহীর নাম বলি ৷ তারপরই ওকে পছন্দ হয় সকলের ।"

কোয়েল মল্লিকের সঙ্গে ডান্স ডান্স জুনিয়র সিজন থ্রি-র মঞ্চে আরোহী

প্রসঙ্গত, এই মঞ্চে বসেই একবার প্রতিযোগী অরিজিতকে আগামী ছবির জন্য লক করার কথা জানিয়েছিলেন দেব । তা হলে কি এই ছবিতে অরিজিতকেও দেখা যেতে পারে ? যদিও সেই ব্যাপারে দেব এখনও কিছু খোলসা করেননি ।

আরও পড়ুন :বাঘাযতীন হয়ে ওঠার গল্প বললেন স্বর্ণদীপ্ত

ABOUT THE AUTHOR

...view details