কলকাতা, 28 ফেব্রুয়ারি: ভারত-বাংলাদেশের পটভূমিতে 'দাফান' (Dafan Shooting) ছবির শুটিং শুরু হয়েছে সম্প্রতি । ছবির পরিচালনায় সুজয় পাল এবং অংশুমান বন্দ্যোপাধ্যায় । এই ছবির কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন বাণীব্রত আদক । ভারত ও বাংলাদেশের মধ্যে নো-ম্যানস ল্যান্ড তথা 'ছিটমহল'-এর পটভূমিতেই পরিচালক সুজয় পাল ও অংশুমান বন্দ্যোপাধ্যায় বানাচ্ছেন এই ছবি । ভারতলক্ষ্মী স্টুডিয়োতে চলছে ছবির শুটিং । এই ছবির হাত ধরেই ফের দুই পরিচালক জুটিকে পাবে বাংলা ছবির দর্শক (Making of Dafan)।
'দাফান'-এ গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অনুভব কাঞ্জিলাল, অঙ্কিতা চক্রবর্তী, অনুষ্কা চক্রবর্তী, দেবেশ রায় চৌধুরী ও রেমোকে । থ্রিলার ধর্মী এই ছবির প্রযোজনায় 'ওশানিক মিডিয়া সলিউশন্স অ্যান্ড মোজোটেল এন্টারটেনমেন্টস'। ভারত-বাংলাদেশের পটভূমি নিয়ে এর আগেও তৈরি হয়েছে ছবি ৷
এই ছবির গল্পের দিকে তাকালে দেখা যায়, মধ্যরাতে তিনজন বন্দুকধারী এবং একজন মহিলা একটি অ্যাম্বুলেন্স হাইজ্যাক করে । তারা সরকারের কাছে তাদের বার্তা পৌঁছে দিতে চায় । অ্যাম্বুলেন্সে পণবন্দি করা হয় এক অন্তঃসত্ত্বা ও তাঁর স্বামীকে । সহজ কথায়, এই ছবিতে থাকবে রোমাঞ্চকর ঘাত-প্রতিঘাত, উত্থান-পতনের সঙ্গে সামাজিক-রাজনৈতিক ভণ্ডামির গল্প । ছবির মোড় কোনদিকে ঘুরবে, সেটা জানতে হলে অপেক্ষা ছাড়া আর কোনও গতি নেই ৷