হায়দরাবাদ, 23 ফেব্রুয়ারি: ভারতীয়দের জন্য একটা দারুণ খবর ৷ ক্রিটিক চয়েস সুপার অ্যাওয়ার্ডে (Critics Choice Super Awards 2023) সেরা অ্যাকশন মুভি বিভাগে মনোনীত হয়েছে কোদুরি শ্রীশৈলা শ্রী রাজামৌলীর আরআরআর (RRR Latest News)৷ তাদের টক্কর হবে টপ গান: ম্যাভেরিক এবং বুলেট ট্রেনের সঙ্গে ৷ রাজামৌলীর ম্যাগনাম ওপাস মনোনয়ন পেয়েছে 95তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসেও ৷ তারপরই এল আরও একটা সুখবর ৷
টম ক্রুজ-ব্র্যাড পিটকে টক্কর: সেরা অভিনেতা বিভাগে মনোনয়ন পেয়েছেন রাম চরণ এবং নন্দামুরি তারাকা রামা রাও জুনিয়র (Ram Charan Jr NTR vs Tom Cruise Brad Pitt)৷ দ্বিতীয় জন জুনিয়র এনটিআর নামে পরিচিত ৷ এই বিভাগে তাঁদের টক্কর দিতে হবে টম ক্রুজ এবং ব্র্যাড পিটকে ৷ 23 ফেব্রুয়ারি ক্রিটিক চয়েস অ্যাওয়ার্ড ওয়েবসাইটে মনোনীতদের নাম ঘোষণা করা হয়েছে ৷ বিজয়ীদের নাম ঘোষণা করা হবে 16 মার্চ । আরআরআর টিম ইতিমধ্যেই গত মাসে গোল্ডেন গ্লোবস অ্যাওয়ার্ডস 2023-এ সেরা মৌলিক গানের জন্য পুরস্কার জিতেছে ।