হায়দরাবাদ, 16 জানুয়ারি:ইতিমধ্যেই গোল্ডেন গ্লোব পুরস্কার জিতে ইতিহাস গড়েছে এমএম কীরাবাণীর তৈরি 'আরআরআর' ছবির গান 'নাতু নাতু' ৷ জুনিয়র এনটিআর এবং রামচরণের সঙ্গে এই গানে এখন দেশের সকলের গর্ব ৷ এরই মাঝে আরও একটি সুখবর রয়েছে সিনে অনুরাগীদের জন্য ৷ গোল্ডেন গ্লোবের পর এবার 'নাতু নাতু' পেল আরও একটি পুরস্কার (Naatu Naatu Critics Choice Award for Best Song ) ৷ 28তম ক্রিটিক চয়েস অ্যাওয়ার্ডের মঞ্চ থেকে আবারও পুরস্কার ছিনিয়ে নিল এই গান ৷ এবার পুরস্কার জিতেছে রাজামৌলির ছবিও ৷ অর্থাৎ 'আরআরআর' টিমের ঝুলিতে এল আরও দু'টি পুরস্কার(RRR wins Critics Choice Awards 2023 ) ৷
ক্রিটিক চয়েস অ্যাওয়ার্ড কতৃপক্ষের তরফে তাঁদের অফিসিয়াল টুইটার হ্যান্ডেল থেকে এই খবর জানানো হয়েছে ৷ সেরা বিদেশী ভাষার ছবি হিসাবে এই পুরস্কার জিতে নিয়েছে 'আরআরআর'(Rajamoulis magnum opus film RRR ) ৷ 'আরআরআর'-কে এই প্রতিযোগিতায় লড়তে হয়েছে কোরিয়ান রোমান্টিক মিস্ট্রি 'ডিসিশন টু লিভ','বার্দো','ক্লোজ' জার্মান যুদ্ধবিরোধী ছবি 'অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট', পিরিওডিক্যাল ড্রামা 'আর্জেন্টিনা, 1985'-এর মতো ছবির সঙ্গে (RRR Best Foreign language film ) ৷