পশ্চিমবঙ্গ

west bengal

Critics Choice Awards 2023: ক্রিটিক চয়েস পুরস্কারের মঞ্চেও 'আরআরআর'-এর জয়জয়কার, জোড়া পুরস্কার জয় রাজামৌলি-কীরাবাণীর

By

Published : Jan 16, 2023, 1:47 PM IST

গোল্ডেন গ্লোবের পর এবার ক্রিটিক চয়েস পুরস্কার জিতল 'নাতু নাতু' ৷ পুরস্কৃত হল রাজামৌলির 'আরআরআর' ছবিটিও ৷ সেরা বিদেশী ভাষার ছবি হিসাবে পুরস্কার পেল ছবি(RRR wins Critics Choice Awards 2023 ) ৷

Critics Choice Awards 2023
ক্রিটিক চয়েস পুরস্কারের মঞ্চেও 'আরআরআর'-এর জয়জয়কার, জোড়া পুরস্কার জয় রাজামৌলি-কীরাবাণীর

হায়দরাবাদ, 16 জানুয়ারি:ইতিমধ্যেই গোল্ডেন গ্লোব পুরস্কার জিতে ইতিহাস গড়েছে এমএম কীরাবাণীর তৈরি 'আরআরআর' ছবির গান 'নাতু নাতু' ৷ জুনিয়র এনটিআর এবং রামচরণের সঙ্গে এই গানে এখন দেশের সকলের গর্ব ৷ এরই মাঝে আরও একটি সুখবর রয়েছে সিনে অনুরাগীদের জন্য ৷ গোল্ডেন গ্লোবের পর এবার 'নাতু নাতু' পেল আরও একটি পুরস্কার (Naatu Naatu Critics Choice Award for Best Song ) ৷ 28তম ক্রিটিক চয়েস অ্যাওয়ার্ডের মঞ্চ থেকে আবারও পুরস্কার ছিনিয়ে নিল এই গান ৷ এবার পুরস্কার জিতেছে রাজামৌলির ছবিও ৷ অর্থাৎ 'আরআরআর' টিমের ঝুলিতে এল আরও দু'টি পুরস্কার(RRR wins Critics Choice Awards 2023 ) ৷

ক্রিটিক চয়েস অ্যাওয়ার্ড কতৃপক্ষের তরফে তাঁদের অফিসিয়াল টুইটার হ্যান্ডেল থেকে এই খবর জানানো হয়েছে ৷ সেরা বিদেশী ভাষার ছবি হিসাবে এই পুরস্কার জিতে নিয়েছে 'আরআরআর'(Rajamoulis magnum opus film RRR ) ৷ 'আরআরআর'-কে এই প্রতিযোগিতায় লড়তে হয়েছে কোরিয়ান রোমান্টিক মিস্ট্রি 'ডিসিশন টু লিভ','বার্দো','ক্লোজ' জার্মান যুদ্ধবিরোধী ছবি 'অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট', পিরিওডিক্যাল ড্রামা 'আর্জেন্টিনা, 1985'-এর মতো ছবির সঙ্গে (RRR Best Foreign language film ) ৷

টিম 'আরআরআর'-ও তাদের টুইটার অ্যাকাউন্ট থেকে একটি ভিডিয়ো শেয়ার করেছে ৷ অনুষ্ঠানের এই ভিডিয়োটির ক্যাপশনে লেখা হয়েছে, "আবার 'নাতু নাতু'!! জানাতে ভীষণ ভালো লাগছে যে সেরা গানের জন্য (নাতু নাতু) এবং সেরা বিদেশী ছবি হিসাবে আরআরআর ক্রিটিক চয়েস অ্যাওয়ার্ড জিতেছে ৷" প্রসঙ্গত সঙ্গীত পরিচালক এমএম কীরাবাণী হাত ধরে এশিয়ার প্রথম গান হিসাবে গোল্ডেন গ্লোব পুরস্কার জিতেছিল 'নাতু নাতু' ৷ এই গানে গলা দিয়েছেন রাহুল সিপলিগঞ্জ এবং কালা ভৈরব আর গানটির গীতিকার ছিলেন চন্দ্রবোস ৷

আরও পড়ুন:রামোজি রাওকে ধন্যবাদ জানালেন এমএম কীরাবাণী

গত বছর 25 মার্চ সারা বিশ্ব জুড়ে মুক্তি পেয়েছিল রাজামৌলির ব্লকবাস্টার 'আরআরআর' ৷ সারা বিশ্বব্যাপী বক্স অফিস রিপোর্ট দেখতে গেল প্রায় 1200 কোটি টাকা আয় করেছিল এই ছবি ৷ 'আরআরআর'-এ অভিনয় করেছিলেন এনটিআর জুনিয়র, রাম চরণ, অজয় দেবগন, আলিয়া ভাট, শ্রিয়া শরণ, সামুথিরাকানি, রে স্টিভেনসন, অ্যালিসন ডুডি এবং অলিভিয়া মরিস। এই ছবি তুলে ধরে ইংরেজ অত্যাচারের বিরুদ্ধে গড়ে ওঠা সংগ্রামের এক কাল্পনিক আখ্য়ান ৷

ABOUT THE AUTHOR

...view details