পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Sujan Dasgupta Body Recovered: একেন বাবু চরিত্রের স্রষ্টা সুজন দাশগুপ্তের দেহ উদ্ধার - সুজন দাশগুপ্ত

একেন বাবু চরিত্রের স্রষ্টা সুজন দাশগুপ্তের (Sujan Dasgupta Body Recovered) দেহ উদ্ধার হল তাঁর ফ্ল্যাট থেকে ৷ দেহটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে (Eken Babu Creator dies)৷

Sujan Dasgupta ETV Bharat
সুজন দাশগুপ্ত

By

Published : Jan 18, 2023, 2:04 PM IST

Updated : Jan 18, 2023, 2:43 PM IST

কলকাতা, 18 জানুয়ারি: প্রয়াত হলেন একেন বাবু চরিত্রের স্রষ্টা সুজন দাশগুপ্ত (Sujan Dasgupta Body Recovered)। আজ সকালে তাঁর ফ্ল্যাট থেকে তাঁর দেহ উদ্ধার হয়। তাঁর দেহে আঘাতের কোনও চিহ্ন পাওয়া যায়নি । ঘটনাস্থলে গিয়েছে কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা । মৃত্যুর কারণ জানার জন্য দেহটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে ।

একেন বাবু চরিত্রের স্রষ্টার রহস্যমৃত্যু: রহস্যমৃত্যু হল জনপ্রিয় একেন বাবু চরিত্রের স্রষ্টা সুজন দাশগুপ্তের (Eken Babu Creator Dies)৷ সাদার্ন অ্যাভিনিউ সংলগ্ন বাইপাসের ধারে তাঁর ফ্ল্যাট থেকে বুধবার উদ্ধার হয় তাঁর দেহ । দেহের বাইরে আঘাতের কোনও চিহ্ন না থাকলেও মৃত্যুর সঠিক কারণ এখনও পর্যন্ত জানা যায়নি । খবর পেয়ে ঘটনাস্থলে যান কলকাতা পুলিশের হোমিসাইড বিভাগের গোয়েন্দারা । তবে কোনও রকম অস্বাভাবিকতা তাঁরা লক্ষ্য করেননি ।

দরজা ভেঙে দেহ উদ্ধার করে পুলিশ: এ দিন সকালে বাড়ির পরিচারিকা কলিং বেল বারবার বাজালেও কেউ দরজা খোলেননি । এরপরেই ডাকাডাকি করার পর কোনও সাড়া শব্দ পাওয়া না গেলে সন্দেহ হয় তাঁর ৷ তিনি খবর দেন স্থানীয় একটি ক্লাবে । এরপর এলাকার লোকজন খবর দেয় স্থানীয় থানায় ৷ পুলিশের সাহায্যে দরজা ভেঙে ভিতরে গিয়ে দেখা যায় সুজন দাশগুপ্তের দেহ পড়ে রয়েছে ।

সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন । পারিপার্শ্বিক তথ্য প্রমাণ থেকে পুলিশের সন্দেহ, বার্ধক্যজনিত কারণেই মৃত্যু হয়েছে একেন বাবুর স্রষ্টার । যদিও ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট আসার পরেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে ।

আরও পড়ুন:পয়লা বৈশাখের আগেই আসছেন একেন বাবু

খবর পেয়ে কলকাতায় ফিরছে পরিবার: মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 80 বছর । পুলিশ সূত্রের খবর, তিনি বরাবরই আমেরিকাতে থাকতেন । তাঁর স্ত্রী মঙ্গলবার বীরভূমের শান্তিনিকেতনে গিয়েছেন । ইতিমধ্যেই পুলিশের তরফ থেকে তাঁর পরিবারকে খবরটি জানানো হয়েছে । পরিবারের সদস্যরা কলকাতার উদ্দেশে রওনা দিয়েছেন বলে পুলিশ সূত্রে খবর ।

অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু: সুজন দাশগুপ্ত আমেরিকা থেকে ফেরা প্রবাসী হলেও তিনি বাঙালি সাহিত্যিক এবং বিখ্যাত একেন বাবু চরিত্রের স্রষ্টা । একেন বাবু সুজন দাশগুপ্ত রচিত একটি কাল্পনিক গোয়েন্দা চরিত্র । যা আপামর বাঙালির মন জয় করেছে । ইতিমধ্যেই সার্ভে পার্ক থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয়েছে ।

আমেরিকাতেই সৃষ্টি করেন একেন বাবুর চরিত্র: জানা গিয়েছে, 1967 সালে কলকাতা থেকে আমেরিকার উদ্দেশে পাড়ি দিয়েছিলেন সুজন দাশগুপ্ত । আর সেখানে বসেই তিনি একেন বাবু চরিত্রটি সৃষ্টি করেন । একেএন বাবুর পাশাপাশি তিনি যে সব বই লিখেছেন তার মধ্যে উল্লেখযোগ্য হল ঢাকা রহস্য উন্মোচিত, খুনের আগে খুন ইত্যাদি ।

Last Updated : Jan 18, 2023, 2:43 PM IST

ABOUT THE AUTHOR

...view details