কলকাতা, 18 জানুয়ারি: প্রয়াত হলেন একেন বাবু চরিত্রের স্রষ্টা সুজন দাশগুপ্ত (Sujan Dasgupta Body Recovered)। আজ সকালে তাঁর ফ্ল্যাট থেকে তাঁর দেহ উদ্ধার হয়। তাঁর দেহে আঘাতের কোনও চিহ্ন পাওয়া যায়নি । ঘটনাস্থলে গিয়েছে কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা । মৃত্যুর কারণ জানার জন্য দেহটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে ।
একেন বাবু চরিত্রের স্রষ্টার রহস্যমৃত্যু: রহস্যমৃত্যু হল জনপ্রিয় একেন বাবু চরিত্রের স্রষ্টা সুজন দাশগুপ্তের (Eken Babu Creator Dies)৷ সাদার্ন অ্যাভিনিউ সংলগ্ন বাইপাসের ধারে তাঁর ফ্ল্যাট থেকে বুধবার উদ্ধার হয় তাঁর দেহ । দেহের বাইরে আঘাতের কোনও চিহ্ন না থাকলেও মৃত্যুর সঠিক কারণ এখনও পর্যন্ত জানা যায়নি । খবর পেয়ে ঘটনাস্থলে যান কলকাতা পুলিশের হোমিসাইড বিভাগের গোয়েন্দারা । তবে কোনও রকম অস্বাভাবিকতা তাঁরা লক্ষ্য করেননি ।
দরজা ভেঙে দেহ উদ্ধার করে পুলিশ: এ দিন সকালে বাড়ির পরিচারিকা কলিং বেল বারবার বাজালেও কেউ দরজা খোলেননি । এরপরেই ডাকাডাকি করার পর কোনও সাড়া শব্দ পাওয়া না গেলে সন্দেহ হয় তাঁর ৷ তিনি খবর দেন স্থানীয় একটি ক্লাবে । এরপর এলাকার লোকজন খবর দেয় স্থানীয় থানায় ৷ পুলিশের সাহায্যে দরজা ভেঙে ভিতরে গিয়ে দেখা যায় সুজন দাশগুপ্তের দেহ পড়ে রয়েছে ।
সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন । পারিপার্শ্বিক তথ্য প্রমাণ থেকে পুলিশের সন্দেহ, বার্ধক্যজনিত কারণেই মৃত্যু হয়েছে একেন বাবুর স্রষ্টার । যদিও ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট আসার পরেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে ।