মুম্বই, 11 নভেম্বর:মাত্র 46 বছর বয়সে চির ঘুমের দেশে পাড়ি দিলেন অভিনেতা সিদ্ধান্ত বীর সূর্যবংশী (Siddhaanth Suryavanshi died)৷ জিমে ওয়ার্ক-আউট করতে করতেই মৃত্যু হয় তাঁর ৷ তাঁর মৃত্যুর খবর সোশাল মিডিয়ার মাধ্য়মে সকলকে জানান টিভি স্টার জয় ভানুশালী ৷ অভিনেতার মৃত্যুতে ইনস্টাগ্রামে শোকবার্তা জ্ঞাপন করেন জয় ৷ সিদ্ধান্তের একটি ছবিও এদিন শেয়ার করেছেন তিনি (Siddhaanth Suryavanshi passed away)৷
তিনি লেখেন, "খুব তাড়াতাড়ি চলে গেলেন ৷" একটি সংবাদ মাধ্য়মের সঙ্গে কথা বলতে গিয়ে জয় জানিয়েছেন, তিনি তাঁর বন্ধুদের কাছ থেকে সিদ্ধান্তের মৃত্য়ুর খবর পান ৷ তিনি আরও জানিয়েছেন শারীরিক কসরৎ করতে করতে হঠাৎই জিমের মধ্যে পড়ে যান অভিনেতা (Siddhaanth VIR Surryavanshi death cause) ৷ সেখানেই তাঁর মৃত্যু হয় ৷ মডেলিং থেকে অভিনয়ের দিকে পা বাড়ান সিদ্ধান্ত বীর সূর্যবংশী ৷ অভিনেতার বিবাহ হয় সুপার মডেল আলেশিয়া রাউতের সঙ্গে ৷ তাঁদের দুই সন্তানও রয়েছে ।