পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Deepika in Brahmastra: ব্রহ্মাস্ত্রে রণবীর কাপুরের মায়ের চরিত্রে দীপিকা, জোর চর্চা সোশ্যালে - রণবীর কাপুর

ব্রহ্মাস্ত্র পার্ট 2-শিবে রণবীর কাপুরের (Ranbir Kapoor) মায়ের চরিত্রে দেখা যাবে দীপিকা পাড়ুকোনকে (Deepika Padukone)৷ ছবিটির ওটিটি সংস্করণ এই খবর নিশ্চিত করেছে (Deepika in Brahmastra)৷

Confirmed! Deepika Padukone is Ranbir Kapoor mother in 'Brahmastra'
ব্রহ্মাস্ত্রে রণবীর কাপুরের মায়ের চরিত্রে দীপিকা

By

Published : Nov 9, 2022, 5:35 PM IST

মুম্বই, 9 নভেম্বর:অয়ন মুখোপাধ্যায়ের 'ব্রহ্মাস্ত্র পার্ট 2- দেব'-এ রণবীর কাপুরের (Ranbir Kapoor) মা অমৃতার ভূমিকায় কে অভিনয় করবেন ? এই নিয়ে চারিদিকে নানা জল্পনা শুরু হলেও এ বার সেই কৌতূহলের নিরসন করল এই ছবির ওটিটি সংস্করণ (Deepika in Brahmastra)৷ তারা যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে স্পষ্ট ইঙ্গিত দিয়েছে যে, রণবীর কাপুরের মায়ের ভূমিকায় দেখা যাবে দীপিকা পাড়ুকোনকে (Deepika Padukone)৷

ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান শিব (Brahmastra: Part One Shiva) 9 সেপ্টেম্বর মুক্তি পেয়েছে ৷ এই ছবি 4 নভেম্বর থেকে তার ওটিটি-র যাত্রা শুরু করেছে । প্রেক্ষাগৃহে ব্রহ্মাস্ত্র পার্ট ওয়ান দেখা দর্শকরা দাবি করেছেন যে, তাঁরা এই ছবিতে দীপিকাকে দেখেছেন । অন্যান্যরা, যাঁরা এটি 2ডিতে দেখেছিলেন, তাঁরা আবার বলেন যে অভিনেত্রীকে মোটেও এই ছবিতে দেখা যায়নি ৷ কিন্তু ছবিটির ওটিটি সংস্করণ সমস্ত জল্পনা কাটিয়ে দিয়েছে । একটি দৃশ্যে দীপিকাকে দেখা গিয়েছে, যেখানে তাঁর কোলে রয়েছে শিশু শিব । বিরতির পরই আসে এই দৃশ্য । হটস্টারে ছবিটি দেখার পরে, ভক্তরা নিশ্চিত করেছেন যে এটি দীপিকা এবং তাঁরা এই নিয়ে চর্চা শুরু করেছেন সোশ্যাল মিডিয়ায় ৷

আরও পড়ুন:400 কোটির ক্লাবে 'ব্রহ্মাস্ত্র', নবমীর দিনে সুখবর দিলেন অয়ন

একজন ইউজার লিখেছেন, "ব্রহ্মাস্ত্র পার্ট ওয়ান - শিবে দীপিকা পাড়ুকোনের এক ঝলক ।"

আরেকটি টুইটে লেখা হয়েছে, "আজ আমি দ্বিতীয়বার ব্রহ্মাস্ত্র দেখলাম । আমি দীপিকা পাড়ুকোনকে আগে লক্ষ্য করিনি । কিন্তু এ বার স্পষ্ট বোঝা গেল যে তিনি আছেন ছবিতে ! দ্বিতীয় অংশেও তাঁকে সেখানে থাকতে হবে !"

অপর এক ইউজার লিখেছেন, "ব্রহ্মাস্ত্রে দীপিকা পাড়ুকোন, অমৃতার চরিত্রে ৷ দেব পার্ট 2 এর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি ৷"

'ব্রহ্মাস্ত্র পার্ট ওয়ান: শিব' হল অয়ন মুখোপাধ্যায়ের ট্রিলজির প্রথম অংশ । এই ছবিতে অমিতাভ বচ্চন, মৌনী রায় এবং নাগার্জুন আক্কিনেনিও অভিনয় করেছেন ।

প্রথম অংশে ক্যামিও চরিত্রে ছিলেন শাহরুখ খান । মনে করা হচ্ছে যে, দ্বিতীয় অংশে রণবীর সিংকে দেখা যাবে । ছবিটি দর্শকদের থেকে ইতিবাচক সাড়া পেয়েছে ৷ বক্স অফিসে বিশ্বব্যাপী 425 কোটি টাকারও বেশি আয় করেছে এই ছবি ৷

ABOUT THE AUTHOR

...view details