মুম্বই, 28 ডিসেম্বর: ক্রিসমাসের আনন্দ হয়ে উঠল নিরানন্দের কারণ। রণবীর-সহ কাপুর পরিবারের বিরুদ্ধে ধর্মীয় ভাবাবাগে আঘাত হানার অভিযোগ দায়ের হয়েছে ঘটকপুর পুলিশ স্টেশনে ৷ অভিযোগ দায়ের করেছেন বম্বে হাইকোর্টের আইনজীবী আশিস রাই ও পঙ্কজ মিশ্রা। জানা গিয়েছে, এই দুই আইনজীবী ভারতীয় দণ্ডবিধির 295 (এ), 298, 500 ও 34 নম্বর ধারায় অভিযোগ দায়ের করার দাবি জানিয়েছেন ৷ আইনজীবীদের দাবি, রণবীররা যা করেছেন তাতে ধর্মীয় ভাবাবেগে আঘাত লেগেছে। আর তাই তাঁদের বিরুদ্ধে এই সমস্ত ধারায় এফআইআর দায়ের হওয়া উচিত। যদিও এখন পর্যন্ত পুলিশ এফআইআর দায়ের করেনি ৷ অভিযোগ করার কারণ হিসেবে উঠে এসেছে রণবীর কাপুর ও তাঁর পরিবারের একটি ভাইরাল ভিডিয়োর প্রসঙ্গ ৷ সেখানে কাপুর পরিবারের সকলকে বড়দিন উদযাপন করতে দেখা গিয়েছে ৷
সেই ভিডিয়োতে দেখা গিয়েছে, বড়দিন উদযাপনে কাপুর পরিবারে সকলে খাবারের টেবিলে উপস্থিত রয়েছেন ৷ সেখানে রণবীরের পাশে বসে আলিয়া ৷ সেই সময় সামনে রাখা কেকের উপর সুরা ঢেলে তাতে আগুন জ্বালানো হয় ৷ এবার কেকটি কাটার সময় 'অ্যানিম্যাল' খ্যাত অভিনেতা বলে ওঠেন, 'জয় মাতা দি' ৷ বাকিরাও একই সুরে তা বলে ওঠেন ৷ বিতর্কের সূত্রপাত এখান থেকেই ৷
অভিযোগ, রণবীর ও তাঁর পরিবার মাদকের সঙ্গে ক্রিসমাস উদযাপন করতে করতে 'জয় মাতা দি', বলছেন ৷ সেই ভিডিয়ো ভাইরাল সোশাল মিডিয়ায়, এই ধরনের আচরণ ধর্মীয় ভাবাবেগে আঘাত করার মতো বলে অভিযোগে জানানো হয়েছে ৷ উল্লেখ্য, বড়দিনের সকালেই 2 বছর পর মেয়ে রাহা কাপুরকে পাপারাৎজিদের সামনে এনেছেন রণবীর-আলিয়া ৷ প্রথমবার রাহাকে দেখে মুগ্ধ নেটপাড়া ৷
অন্যদিকে, রণবীরের 'অ্যানিম্যাল' ভারতে ও গ্লোবালি বক্সঅফিসে ব্যাপক সাফল্য লাভ করেছে ৷ অভিনেতার কেরিয়ারে অন্যতম সফল এই ছবি ৷ ভারতেই শুধুমাত্র এই ছবি ব্যবসা করেছে 540 কোটি টাকা ৷ ফলে জনপ্রিয়তার মধ্যগগনে রয়েছেন রণবীর ৷ তবে বড়দিন উদযাপনে ছোট্ট একটা ভিডিয়ো বিপাকে ফেলেছে গোটা পরিবারকে ৷ এই ঘটনায় এরপর কী হয় সেটাই দেখার।