মুম্বই, 14 জুন:ফেসবুক লাইভে এসে আত্মহত্যার চেষ্টা কমিডিয়ান তীর্থানন্দ রাওয়ের ৷ কপিল শর্মার সঙ্গে 'কমেডি সার্কাস কে আজুবে' শো-তে একসময় নানা পাটেকরের মিমিক্রি করে রীতিমতো পরিচিত মুখ হয়ে উঠেছিলেন এই কৌতুক শিল্পী ৷ এসেছিলেন 'দ্য কপিল শর্মা শো'-তেও ৷ চরম হতাশা থেকেই এমন এক ভয়ংকর সিদ্ধান্ত নেন তীর্থানন্দ ৷ যিনি সকলের ঠোঁটে হাসি এনেছেন তিনিই এদিন ফেসবুক লাইভে চোখের জল সামলাতে পারলেন না ৷ চেষ্টা করলেন আত্মহত্যা করার ৷
এরপর তাঁর বন্ধুদের কাছে খবর পেয়ে তীর্থঙ্করের বাড়িতে উপস্থিত হয় শান্তিনগর থানার পুলিশ । তাঁর অচেতন দেহ ঘর থেকে উদ্ধার করা হয় ৷ দ্রুত তাঁকে নিকটস্থ হাসপাতালে ভরতির ব্যবস্থাও করা হয় ৷ ঠিক কী কারণে এই আত্মহত্যার চেষ্টা? ফেসবুক লাইভে এসে তীর্থানন্দ যা বলেছেন তা থেকে জানা যায় পারভীন বানো নামে এক মহিলার সঙ্গে লিভ-ইন সম্পর্কে ছিলেন এই কৌতুক শিল্পী ৷ পারভীনের স্বামী মারা গিয়েছেন দশ বছর আগে ৷ তাঁর দুই মেয়েও রয়েছে ৷ এখন এই পারভীনই তাঁর ওপর মানসিক অত্য়াচার চালাচ্ছে বলে দাবি করেছেন তিনি ৷