নয়াদিল্লি, 21 সেপ্টেম্বর: প্রয়াত বিখ্যাত কমেডিয়ান রাজু শ্রীবাস্তব (Raju Srivastav Dies at the age of 58 ) ৷ বেশ কিছু দিন ধরেই হৃদরোগ জনিত সমস্য়ায় আক্রান্ত হয়ে দিল্লি এইমসে ভর্তি হয়েছিলেন কমেডিয়ান রাজু শ্রীবাস্তব ৷ এরপর বুধবার সকাল দশটা নাগাদ তাঁর মৃত্যু হয় ৷ এর আগে হাসপাতালে ভর্তি হওয়ার পর শারীরিক পরিস্থিতি পর্যালোচনা করে তাঁকে ভেন্টিলেশনে স্থানান্তরিত করার সিদ্ধান্ত নেন চিকিৎসকরা ৷ দীর্ঘদিন রোগভোগের পর চির ঘুমের পাড়ি দিলেন এই কমিডিয়ান ৷
প্রসঙ্গত এই কমেডিয়ান কয়েকদিন আগেই দিল্লিতে একটি হোটেলে উঠেছিলেন (Raju Srivastav Dies)। খবর অনুযায়ী, একটি বড় রাজনৈতিক দলের কোনও এক নেতার সঙ্গে সাক্ষাৎ করার কথা ছিল তাঁর ৷ হোটেলের ট্রেডমিলে ওয়ার্কআউট করার সময়ই তাঁর বুকে ব্যথা শুরু হয় ৷ সঙ্গে সঙ্গেই দিল্লির এইমস হাসপাতালে ভর্তি নিয়ে যাওয়া হয় তাঁকে ৷ 10 অগস্ট হাসপাতালে নিয়ে আসা হয় তাঁকে ৷ এরপর গত 13 অগস্ট রাজুর এমআরআই করা হয় । এমআরআই রিপোর্টে মাথায় বেশ কিছু আঘাতের দাগও দেখা গিয়েছিল ৷