পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Mir on Raju Srivastava Demise: ভগবান কষ্টে ছিলেন, তাই প্রাইভেট শোয়ের জন্য রাজুভাইকে ডাকলেন: মীর - Mir on Raju

হাস্য়কৌতুক শিল্পী রাজু শ্রীবাস্তবের মৃত্যুতে তাঁর নিজস্ব ভঙ্গিতে শিল্পীর জন্য শোকবার্তা জ্ঞাপন করলেন মীর (Mir on Raju) ৷ মীর লেখেন, "ভগবান বড় কষ্টে ছিলেন, তিনি হাসতে চাইছিলেন আর একটি ব্যক্তিগত শোয়ের জন্য তিনি রাজুভাইকে ডেকে পাঠিয়েছেন ৷"

Mir on Raju
ভগবান কষ্টে ছিলেন, তাই প্রাইভেট শোয়ের জন্য রাজুভাইকে ডাকলেন: মীর

By

Published : Sep 21, 2022, 9:17 PM IST

কলকাতা, 21 সেপ্টেম্বর:প্রয়াত হাস্য়কৌতুক শিল্পী রাজু শ্রীবাস্তব (Raju Srivastava Death) ৷ গত 10 অগস্ট হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন তিনি ৷ এরপর প্রায় দেড় মাসের টানা লড়াই ৷ দীর্ঘ লড়াইয়ের পর বুধবার দিল্লিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন 58 বছর বয়সি এই অভিনেতা ৷

ইতিমধ্যেই তাঁর এই অকাল প্রয়াণে শোক ব্যক্ত করেছেন বলিউড তারকারা (Celebs pour heartfelt condolences for Raju) ৷ রাজনৈতিক মহলেরও আজ মন খারাপ ৷ আর এবার তাঁর নিজস্ব ভঙ্গিতে শিল্পীর জন্য শোকবার্তা জ্ঞাপন করলেন মীরও (Mir extends condolence) ৷ মীর আফসার আলি এবং রাজু শ্রীবাস্তবের বলার ভাষা আলাদা হলেও তাঁরা দু'জনেই একই পথের পথিক ৷ দু'জনেই ভালবাসেন মানুষকে হাসাতে ৷

আরও পড়ুন:রাজুর অকাল প্রয়াণে শোকস্তদ্ধ বলিউড

তাই এদিন তাঁর অভিনব ভঙ্গিতে মীর লেখেন, "ভগবান বড় কষ্টে ছিলেন । তিনি হাসতে চাইছিলেন আর তাই ব্যক্তিগত শোয়ের জন্য রাজুভাইকে ডেকে পাঠিয়েছেন ৷" তাঁর এই পোস্ট এখন রীতিমতো ভাইরাল সোশাল মিডিয়ায় ৷ মীর আদতেই লিখেছেন বহু রাজু-ভক্তের মনের কথা ৷

প্রিয় শিল্পীর জন্য শোকবার্তা জ্ঞাপন করলেন মীর

রাজুর কমিক টাইমিং, তাঁর প্রতিটি অঙ্গভঙ্গি কমেডির এক নতুন সংজ্ঞা তৈরি করতে সাহায্য় করেছে ৷ অবশ্য মীর একা নন, সকালে এই খবর আসার পর থেকেই মধুর ভাণ্ডারকর, জয়া প্রদা-সহ আরও অনেকেই তাঁর জন্য় শোকবার্তা জ্ঞাপন করেছেন ৷ 'দ্য গ্রেট ইন্ডিয়ান লাফটার চ্যালেঞ্জ' থেকে লাইমলাইটে আসা রাজু সত্যিই স্ট্যান্ডআপ কমেডির দুনিয়ায় একটি চিরস্থায়ী আসন তৈরি করে নিয়েছেন ৷

ABOUT THE AUTHOR

...view details