পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

মুখোমুখি 'অ্যানিম্যাল' ও 'শ্যাম বাহাদুর', অ্যাডভান্স বুকিংয়ে লড়াই শুরু রণবীর-ভিকির - রণবীর কাপুর

Animal and Sam Bahadur Clash: পয়লা ডিসেম্বর মুক্তি পাচ্ছে 'অ্যানিম্যাল' ও 'শ্যাম বাহাদুর' ৷ অ্যাডভান্স টিকিট বুকিংয়ে দুটিরই গ্রাফ উপরদিকে ৷ শেষ হাসি হাসবে কে, অপেক্ষা আর কিছুদিনের ৷

Animal and Sam Bahadur Clash
মুখোমুখি 'অ্যানিম্যাল' ও 'শ্যাম বাহাদুর'

By ETV Bharat Bangla Team

Published : Nov 26, 2023, 5:05 PM IST

হায়দরাবাদ, 26 নভেম্বর: বক্সঅফিসে কোনও ছবি একইদিনে মুক্তি পাওয়া মানে হাড্ডাহাড্ডি লড়াই ৷ সেই প্রতিযোগিতায় কখনও কোনও ছবি পিছিয়ে যায় আবার কোনও কোনও ছবি একসঙ্গেই সফলতার মুখ দেখে ৷ উদাহরণ হিসাবে ধরা যেতে পারে সানি দেওলের 'গদর 2' ও অক্ষয় কুমারের 'ওএমজি 2' ৷ 11 অগস্ট মুক্তি পেলেও বক্সঅফিসে দুটি ছবির আয় 500 কোটি ছাড়িয়ে যায় ৷ এবার পয়লা ডিসেম্বর প্রতিযোগিতায় নামছে 'অ্যানিম্যাল' ও 'শ্যাম বাহাদুর' ৷ কে কাকে টেক্কা দেবে, নজর এখন সেদিকে ৷

বক্স অফিস সমীক্ষা দেখলে জানা যায়, 'জওয়ান' মুক্তির সময় অন্য কোনও বিগ বাজেটের ছবি মুক্তি পায়নি ৷ ফলে একচ্ছত্র রাজত্ব করে গিয়েছেন শাহরুখ খান ৷ এরবর দীর্ঘ সময় পর 'গদর' ছবির সিক্যুয়েল নিয়ে হাজির হন অভিনেতা সানি দেওল ৷ একই সময়ে মুক্তি পায় 'ওহ মাই গড 2' ৷ দুটি ছবিই সিনে ময়দানে মন কাড়ে দর্শকদের ৷ একদিকে যেমন তারা সিংকে দেখতে ভিড় জমান অনুরাগীরা অন্যদিকে, শিক্ষাব্যবস্থার ত্রুটির সূক্ষ্ম বিষয় তুলে ধরে দর্শক মনে জায়গা করে নেন পঙ্কজ ত্রিপাঠী ও অক্ষয় কুমার ৷ ফলে ক্ল্যাশ হলেও তা খারাপ প্রভাব ফেলেনি ৷

একইভাবে রণবীর কাপুর অভিনীত 'অ্যানিম্যাল' ও ভিকি কৌশল অভিনীত 'শ্যাম বাহাদুর' ট্রেলার ট্রেন্ড করেছে সোশাল মিডিয়ায় ৷ অ্যাডভান্স বুকিংয়ের দিক থেকে 'অ্যানিম্যাল' কিছুটা 'গদর 2'-এর মতোই এগোচ্ছে ৷ অন্যদিকে 'শ্যাম বাহাদুর'-এর অ্যাডভান্স বুকিং 'ওহ মাই গড 2' ছবির মতো ৷ অর্থাৎ রণবীরের ছবির 1 লক্ষ 11 হাজার টিকিট ইতিমধ্যেই বিক্রি হয়ে গিয়েছে ৷ যার আনুমানিক অর্থমূল্য হয় 3.4 কোটি টাকা ৷ ভিকির ছবির টিকিট বিক্রি হয়েছে 12 হাজার 876টি ৷ টিকিট বিক্রির নিরিখে মুক্তির আগেই 44.71 লক্ষ টাকা 'শ্যাম বাহাদুর' ছবির ঝুলিতে এসেছে ৷

উল্লেখ্য মেঘনা গুলজার পরিচালিত 'শ্যাম বাহাদুর' মুক্তির দিন একবছর আগেই ঘোষণা করা হয়েছিল ৷ সেদিক থেকে সন্দীপ রেড্ডি ভাংগা পরিচালিত 'অ্যানিম্যাল' ছবির মুক্তির দিন প্রকাশ্যে আনা হয় সেপ্টেম্বর মাসে ৷ এবার শেষ বাজি মারবে কে, তা সময়ই বলবে ৷

ABOUT THE AUTHOR

...view details