পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Cirkus Trailer OUT: দীপিকার ক্যামিও, জমজমাট ট্রেলার নিয়ে হাজির রণবীরের সার্কাস - জমজমাট ট্রেলার নিয়ে হাজির রণবীরের সার্কাস

তাঁর আসন্ন ছবি 'সার্কাস'-এর জন্য ফের একবার রোহিত শেট্টির সঙ্গে জুটি বেঁধেছেন রণবীর সিং ৷ শুক্রবার তিনি সামনে আনলেন এই ছবির ট্রেলার (Trailer of Ranveer Singh new film Cirkus is out) ৷

Cirkus Trailer OUT
দীপিকার ক্যামিও, জমজমাট ট্রেলার নিয়ে হাজির রণবীরের সার্কাস

By

Published : Dec 2, 2022, 4:10 PM IST

মুম্বই, 28 নভেম্বর:পরবর্তী ছবি 'সার্কাস'-এর জন্য ফের একবার রোহিত শেট্টির সঙ্গে জুটি বেঁধেছেন রণবীর সিং ৷ দিনকয়েক আগেই ইনস্টা হ্য়ান্ডেল থেকে অভিনেতা জানিয়েছিলেন 'সার্কাস'-এর শ্যুটিং শেষ হয়েছে (Ranveer Singh wraps up shooting of film Cirkus), এখন ছবির প্রমোশনের জন্য় তৈরি হচ্ছেন তাঁরা ৷ আর শুক্রবার তিনি সামনে আনলেন নতুন ছবির ট্রেলার ৷ যেখানে দেখা গিয়েছে 'সার্কাস'-এর পুরো দলকে (CirKus Trailer Out)৷

ট্রেলারে রণবীরকে দেখা গিয়েছে জ্যাকলিন ফার্নান্দেজ এবং বরুণ শর্মা-সহ পুরো টিমের সঙ্গে । যদিও গল্প নিয়ে কোনও আভাস দেওয়া হয়নি সেখানে ৷ তবে এটুকু জানানো হয়েছে এটি একটি সহজ সাদাসিধে গল্প যা আপনাকে নিয়ে গিয়ে ফেলবে ছ'য়ের দশকে ৷ রণবীরকে এখানে দেখা গিয়েছে সাকার্সের ইলেকট্রিক ম্যান হিসাবে ৷ এই ছবিতে ইলেকট্রিকের তারে হাত দিলেও রণবীরের কোনও শক লাগেনা ৷ তবে তাঁরই যমজ ভাই যাকে তিনি কোনওদিন দেখেননি তাঁর শক লাগে ৷ এবার কীভাবে দেখা হয় এই দুই ভাইয়ের, সেটাই দেখার ৷ ছবিতে ক্যামিও রোলে দেখা রণবীর-পত্নী দীপিকাকেও ৷

'সূর্যবংশী' ছবির পর ফের একবার রোহিতের সঙ্গে জুটি বাঁধলেন রণবীর ৷ জানা গিয়েছে আসন্ন এই ছবি তৈরি হয়েছে উইলিয়াম শেক্সপিয়রের কালজয়ী নাটক 'কমেডি অব এররস'-এর উপর ভিত্তি করে (Cirkus inspired by Comedy of Errors)৷ আগেই বাংলায় এই নাটকটি নিয়ে ছবি তৈরি হয়েছে ৷ 'ভ্রান্তিবিলাস' নামে প্রকাশ পেয়েছিল সেই ছবি ৷ সেবার পর্দায় যমজ ভাইয়ের চরিত্রটি ফুটিয়ে তুলেছিলেন মহানায়ক উত্তম কুমার ৷ এবার সেই চটিতেই পা-গলাতে চলেছেন রণবীর সিং ৷ রণবীরের পাশাপাশি সিনেমায় অভিনয় করবেন পূজা হেগড়ে, জ্যাকলিন ফার্নান্দেজও ৷ কাহিনি মূলত আবর্তিত হয় দু'ই যমজ ভাইকে কেন্দ্র করে যাঁরা একটি দুর্ঘটনায় আলাদা হয়ে যান ৷ এই কমেডি ছবি পর্দায় আসতে চলেছে 23 ডিসেম্বর (Cirkus Release Date)৷

আরও পড়ুন:আজ ভাইরাসের জন্মদিন, ফিরে দেখা বোমান কাহিনি

নির্মাতাদের তরফে একটি বিবৃতিতে আগেই জানানো হয়েছিল, "সার্কাস একটি সম্পূর্ণ পারিবারিক বিনোদনমূলক গল্প । ছবির আনন্দে মেতে ওঠার জন্য বড়দিনের ছুটির চেয়ে ভাল সময় আর নেই ৷" সার্কাস উপস্থাপনার দায়িত্ব রয়েছে ভূষণ কুমারের টি-সিরিজের ওপর ৷ ছবিতে রয়েছেন সিদ্ধার্থ যাদব, জনি লিভার, সঞ্জয় মিশ্র এবং ব্রজেশ হিরজির মতো অভিনেতারাও ৷

ABOUT THE AUTHOR

...view details