মুম্বই, 5 ডিসেম্বর: বিগত কিছুদিন ধরেই গুরুতরভাবে অসুস্থ ছিলেন সিআইডি সিরিয়ালের ইনস্পেক্টর ফ্রেডরিক্স। সিআইডি ধারাবাহিকে তাঁকে অনেকবার দেখা গিয়েছে কমেডি চরিত্রে ৷ খ্যাতনামা অভিনেতা দীনেশ ফড়নিশের অকাল প্রয়াণে শোকস্তব্ধ বিনোদন জগৎ ৷ 57 বছর বয়সি এই অভিনেতাের সোমরাত রাত 12টা 8 মিনিট নাগাদ মৃত্যু হয় ৷ জানা গিয়েছে, তাঁর লিভারের সমস্যা ছিল ৷ পরে এই রোগ ছড়িয়ে পড়ে শরীরের অন্যান্য অঙ্গে ৷ বিগত বেশকিছু দিন ধরে অসুস্থ ছিলেন।
সম্প্রতি হৃদরোগেও আক্রান্ত হয়েছিলেন দীনেশ। তাঁকে মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভরতি করানো হয়েছিল। তাঁর অবস্থা ছিল সঙ্কটজনক। রাখা হয়েছিল ভেন্টিলেশনে। কিন্তু সব চেষ্টা ব্যর্থ করে মৃত্যু হল তাঁর। হাসপাতাল সূত্রে খবর, দীনেশের যকৃৎ বিকল হয়ে গিয়েছিল। তার জেরেই মৃত্যু হলে মনে করা হচ্ছে। দীনেশ ফড়নিশ চলচ্চিত্র এবং ছোটপর্দার এক অন্যতম বিখ্যাত মুখ ৷ 'সরফরোশ' এবং 'মেলা'র মতো চলচ্চিত্রেও অভিনয় করে দর্শকের মন জয় করে নিয়েছেন। আজ, মঙ্গলবার সকালে পূর্ব-বোরিবালিতে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।