কলকাতা, 8 ডিসেম্বর: জনপ্রিয় গায়ক তথা সঙ্গীত পরিচালক চিরন্তন বন্দ্যোপাধ্যায় সম্প্রতি নিয়ে এলেন তাঁর নতুন বাংলা গান 'ভালোবাসি ঠিক আগের মতন'। এটি চিরন্তনের আপ টেম্পো সাউন্ড স্টুডিয়ো অরিজিনালস- এর 'নতুন গানের ঝড়' সিরিজের চতুর্থ গান । গানটির গীতিকার নমিতা বোস ও গায়ক ও সুরকার চিরন্তন স্বয়ং । ভিডিয়োটিতে চিরন্তনের সঙ্গে অভিনয় করতে দেখা গিয়েছে অভিনেত্রী রাজরানী রিয়াকেও(Chirantan Banerjee New Music Video) ।
ভিডিয়োর জন্য় ক্যামেরা সামলেছেন মহার্ণব বসু । প্রসঙ্গত, চিরন্তন ইতিমধ্যেই বেশ কিছু বাংলা ছবিতে সঙ্গীত পরিচালক ও গায়ক হিসেবে নিজের দক্ষতা প্রমাণ করেছেন । ছবির গান ছাড়াও বাংলা আধুনিক গান নিয়ে চর্চা করেন চিরন্তন । নতুনদের নিয়েও অনেক নতুন কাজের পরিকল্পনাও রয়েছে বলে আগেই জানিয়েছেন তিনি । এখন এই গান কীভাবে দর্শকদের ছুঁয়ে যায় সেদিকেই তাকিয়ে থাকবে দর্শকরা(Chirantan Banerjee New Song Is Out Now ) ৷