পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Movies to Watch out : শিশু দিবসে দেখবেন কোন কোন ছবি ? রইল তালিকা - Childrens Day 2022

ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহারলাল নেহেরুর জন্মদিন উপলক্ষে সারা দেশ জুড়ে পালিত হয় শিশু দিবস (Childrens Day 2022 )৷ আসুন দেখে নিই কোন কোন ছবি আপনি আজ দেখতে পারেন পরিবারের সঙ্গে বসে ৷

Etv Bharat
শিশু দিবসে দেখবেন কোন কোন ছবি দেখুন তালিকা

By

Published : Nov 14, 2022, 1:15 PM IST

হায়দরাবাদ, 14 নভেম্বর: ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহারলাল নেহেরুর জন্মদিন উপলক্ষে সারা দেশ জুড়ে পালিত হয় শিশু দিবস ৷ কারণ ছোটদের তিনি ভীষণ ভালোবাসতেন ৷ বাংলা হোক বা হিন্দি শিশু সাহিত্য বা ছোটদের জন্য় ছায়াছবির অফুরন্ত ভাণ্ডার রয়েছে ভারতে (Movies to Watch in Childrens Day 2022 )৷ আসুন দেখে নিই কোন কোন ছবি আপনি আজ দেখতে পারেন আপনার পরিবারের সঙ্গে বসে(Childrens Day 2022 ) ৷

  • স্ট্যানলি কা ডাব্বা: 'স্ট্যানলি কা ডাব্বা' ছবিটি মুক্তি পায় 2011 সালের 13 মে । ছবিটি পরিচালনা করেছেন অমল গুপ্তে। এই চলচ্চিত্রটি ছোটদের জন্য শিক্ষণীয়। ছবির গল্প এমন যে ছবির রোমাঞ্চ শেষ পর্যন্ত বজায় থাকে ।
  • বাম বাম বোলে:ভাই বোনের সহজ ভালোবাসার গল্প দিয়ে মন জয় করে নিয়েছিল 'বাম বাম বোলে' ৷ প্রিয়দর্শন পরিচালিত ছবিটি মুক্তি পায় 2010 সালে ৷ কাশ্মীরের পাহাড়ি উপত্যকায় একটি সাধারন পরিবারের দুই ভাই বোনের রসায়ন ফুটে উঠে এই গল্পে ৷
  • তারে জমিন পর: 2007 সালের 21 ডিসেম্বর মুক্তি পায় আমির খান অভিনীত ছবি 'তারে জমিন পর' ৷ এই ছবি রীতিমতো শোরগোল ফেলে দিয়েছিল দর্শক মহলে ৷ শিক্ষাব্য়বস্থার অসাড়তা খুব সুন্দর করে ফুটিয়ে তোলে এই ছবি ৷ শুধু তাই নয় একজন ভালো শিক্ষক কীভাবে একজন ছাত্রের জীবন বদলে দিতে পারেন তারও উদাহরণ 'তারে জমিন পর' ৷ ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছিলেন আমির খান ও অমল গুপ্তে।
  • চিল্লার পার্টি: পরিচালক নীতেশ তিওয়ারি এবং বিকাশ বহল পরিচালিত 'চিল্লার পার্টি' ছবিটিও বাচ্চাদের মন জয় করেছে বারবার । এই ছবিটিও 2011 সালে মুক্তি পায়। অন্য় প্রাণীদের প্রতি আমাদের কীভাবে আচরণ করা উচিত তা দেখানো হয়েছে এই ছবিতে।
  • সহজ পাঠের গপ্পো: বাংলাতেও মোটেই ছোটদের ছবির কোনও অভাব নেই ৷ বিভূতিভূষণ বন্দোপাধ্য়ায়ের 'তালনবমী' গল্প নিয়ে তৈরি এই ছবি ৷ পরিচালক মানস মুকুল পালের এই ছবিটি মুক্তি পায় 2016 সালে ৷ সহজ গ্রাম্য় এক পরিবারের গল্প, দুই ভাইয়ের সম্পর্ককে তুলে ধরে এই ছবি ৷

আরও পড়ুন:টাইগার অতীত, নতুন বন্ধু আলেকজান্ডারের সঙ্গে ছবি শেয়ার দিশার

  • শ্রীমান পৃথ্বীরাজ: বাচ্চাদের নিয়ে যদি ঘুরে আসতে চান পুরোনো দিনের বাংলায় ৷ তাহলে দেখে ফেলতেই পারেন তরুণ মজুমদার পরিচালিত এই ছবিটি ৷ 1972 সালে মুক্তি পায় এই ছবি ৷ 'শ্রীমান পৃথ্বীরাজ' তুলে ধরে একটি সুন্দর বাল্য় প্রেমের গল্প ৷

ABOUT THE AUTHOR

...view details