কলকাতা, 11 অক্টোবর: ‘চেলো শো’ বা ‘দ্য লাস্ট শো’ (The Last Show) খ্যাত কিশোর অভিনেতা রাহুল কোলির জীবনাবসান । ক্যানসারে আক্রান্ত মাত্র 15 বছর বয়সেই প্রয়াত হল রাহুল (Child Actor Rahul Koli Dies) ৷ ‘চেলো শো’ সিনেমায় অভিনয় করা 6 শিশু শিল্পীর মধ্যে একজন ছিল রাহুল কোলি ৷ এই সিনেমাটি 95 তম অ্যাকাডেমি পুরস্কার অর্থাৎ, অস্কারের জন্য ফিচার ফিল্ম বিভাগে ভারত থেকে অফিসিয়াল নমিনেশন পেয়েছে ৷ ‘সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম’ বিভাগে ‘চেলো শো’ (Chhello Show) সিনেমাটি মনোনীত হয়েছে ৷
জানা গিয়েছে, রাহুল কোলি বারবার জ্বরে ভুগছিলেন এবং রক্তবমি করছিল ৷ তার পরেই তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল ৷ তার বাবা জানিয়েছেন, আগামী 14 অক্টোবর থিয়েটারে গিয়ে ‘চেলো শো’ সিনেমাটি দেখার পরিকল্পনা করেছিলেন ৷ কিন্তু, সিনেমাটি ভারতে বড় পর্দায় আসার আগেই সবশেষ হয়ে গেল (Chhello Show Child Actor Dies) ৷ একটি অনলাইন পোর্টালে রাহুল কোলির বাবা রামু কোলি বলেন, ‘‘2 অক্টোবর অর্থাৎ, রবিবার সকালে রাহুল ব্রেকফাস্ট করেন ৷ তার কয়েক ঘণ্টার মধ্যেই বারে বারে জ্বর আসতে থাকে ৷ সেই সময় তিনবার রাহুল রক্তবমি করেছে ৷ আর তার পর এখন আমাদের সন্তান আর বেঁচে নেই ৷ আমাদের পরিবারটা ভেঙে পড়েছে ৷’’