পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Karisma and Kareena in London: শুটিংয়ের ফাঁকে লন্ডনে ছুটির মেজাজে করিনা-করিশ্মা - Kareena Kapoor Khan New Film

করিনা কাপুর খান এবং করিশ্মা কাপুর এখন ছুটি কাটাতে ব্যস্ত লন্ডনে (Karisma Kapoor)৷ দুই বোনের ছুটি কাটানোর একটি ছবি এই মুহূর্তে রীতিমতো ভাইরাল সোশাল মিডিয়ায় (Karisma Kareena in London)৷

Karisma Kareena in London
শুটিংয়ের ফাঁকে লন্ডনে ছুটির মেজাজে করিনা-করিশ্মা

By

Published : Nov 4, 2022, 9:58 AM IST

মুম্বই, 4 নভেম্বর: করিনা কাপুর খান এবং করিশ্মা কাপুর এখন লন্ডনে ছুটি কাটাতে ব্যস্ত (Karisma Kapoor)৷ দুই বোনের ছুটি কাটানোর একটি ছবি এই মুহূর্তে রীতিমতো ভাইরাল সোশাল মিডিয়ায় ৷ বৃহস্পতিবার নিজেই তাঁর প্রিয় দিদি লোলোর সঙ্গে ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন বেবো ৷ দুই বোনকেই এদিন ক্যামেরার সামনে আসতে দেখা গেল ম্যাচিং পোশাকে ৷ এদিন বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন করিনা ( Kapoor sisters do when they are together in London)৷

তার মধ্যে একটিতে দুই বোনকে পোজ দিতে দেখা গেল লিফটের মধ্যে (Karisma Kareena in London)৷ অন্যটিতে তাঁরা পোজ দিয়েছেন হোটেল ওয়াশরুমে এবং তৃতীয় ছবিতে শপিংয়ের মাঝেই ক্যামেরা বন্দি হয়েছেন তাঁরা ৷ ছবিগুলি শেয়ার করে করিনা লিখেছন, "দুই বোন যখন একসঙ্গে, একটা গোটা দিন কাটায় তাঁরা যা যা করে... পোজ, মেকআপ, শপিং এবং আবারও একই ৷ মেয়েরা শুধু মজা করতে চায় ৷" বর্তমানে হনসল মেহেতার নতুন কাজের জন্য় লন্ডনে শুটিংয়ে ব্যস্ত রয়েছেন করিনা (Kareena Kapoor Khan New Film)৷

আরও পড়ুন:দেশে ফিরেই ফুরফুরে মেজাজে মেরিন ড্রাইভে প্রিয়াঙ্কা

এর আগে ছোট ছেলে জেহরের সঙ্গে শুটিংয়ের ফাঁকে সময় কাটানোর কিছু ছবি শেয়ার করেছিলেন করিনা ৷ হনসল মেহেতার এই নতুন প্রজেক্টটি প্রযোজনার দায়িত্বে রয়েছেন একতা কাপুর এবং করিনা কাপুর নিজেই ৷ এছাড়া আগামীতে সুজয় ঘোষের হাত ধরে ওটিটিতেও পা রাখতে চলেছেন বেবো ৷ অন্যদিকে করিনা শেষ স্ক্রিন শেয়ার করেছেন আমির খানের 'লাল সিং চাড্ডা' ছবিতে ৷ এরপর তাঁকে দেখা যাবে সুজয় ঘোষের 'The Devotion of Suspect X' ওয়েব সিরিজে ৷

ABOUT THE AUTHOR

...view details