মুম্বই, 4 নভেম্বর: করিনা কাপুর খান এবং করিশ্মা কাপুর এখন লন্ডনে ছুটি কাটাতে ব্যস্ত (Karisma Kapoor)৷ দুই বোনের ছুটি কাটানোর একটি ছবি এই মুহূর্তে রীতিমতো ভাইরাল সোশাল মিডিয়ায় ৷ বৃহস্পতিবার নিজেই তাঁর প্রিয় দিদি লোলোর সঙ্গে ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন বেবো ৷ দুই বোনকেই এদিন ক্যামেরার সামনে আসতে দেখা গেল ম্যাচিং পোশাকে ৷ এদিন বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন করিনা ( Kapoor sisters do when they are together in London)৷
তার মধ্যে একটিতে দুই বোনকে পোজ দিতে দেখা গেল লিফটের মধ্যে (Karisma Kareena in London)৷ অন্যটিতে তাঁরা পোজ দিয়েছেন হোটেল ওয়াশরুমে এবং তৃতীয় ছবিতে শপিংয়ের মাঝেই ক্যামেরা বন্দি হয়েছেন তাঁরা ৷ ছবিগুলি শেয়ার করে করিনা লিখেছন, "দুই বোন যখন একসঙ্গে, একটা গোটা দিন কাটায় তাঁরা যা যা করে... পোজ, মেকআপ, শপিং এবং আবারও একই ৷ মেয়েরা শুধু মজা করতে চায় ৷" বর্তমানে হনসল মেহেতার নতুন কাজের জন্য় লন্ডনে শুটিংয়ে ব্যস্ত রয়েছেন করিনা (Kareena Kapoor Khan New Film)৷