পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Alia Bhatt: 2-1 সেকেন্ড একা থাকলেই কী করেন আলিয়া ? জানালেন নিজেই - Alia Bhatt

2-1 সেকেন্ড একা থাকলেই তিনি কী করেন, নিজের একটি সেলফি পোস্ট করে ভক্তদের সে কথাই জানালেন আলিয়া ভাট ৷ সেই ছবি দেখে তাঁর কমেন্ট সেকশন বানভাসি হয়েছে ভালোবাসায় ৷

Alia Bhatt
Alia Bhatt

By

Published : Jun 7, 2023, 2:00 PM IST

Updated : Jun 7, 2023, 2:42 PM IST

মুম্বই, 7 জুন: ভক্তদের জন্য নয়া ট্রিট বলিউডের ডিম্পল কুইন আলিয়া ভাটের ৷ বুধবার নিজের একটি নো-মেকআপ মর্নিং সেলফি পোস্ট করেছেন তিনি । নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে সমুদ্র সৈকতে নিজের একটি দুরন্ত ছবি শেয়ার করেছেন গাঙ্গুবাঈ অভিনেত্রী ৷ সঙ্গে জানিয়েছেন তাঁর একটি সিক্রেটও ৷

আলিয়া তাঁর সেই পোস্টের ক্যাপশনে লিখেছেন, "আমি একা থাকার 2.3 সেকেন্ড পরে । (একটি সেলফি ইমোজি-সহ)" এই ক্যাপশনের মধ্যে নিজের হাস্যকর স্বভাবের কথাই বোঝাতে চেয়েছেন আলিয়া ভাট ৷ এই ক্যাপশনের অর্থ, একা থাকলেই তিনি সঙ্গে সঙ্গে সেলফি তুলতে ব্যস্ত হয়ে পড়েন ৷ ছবিতে অভিনেত্রীকে নো মেক-আপ লুকে দেখা যাচ্ছে ৷ ভেজা চুল খুলে রেখেছেন তিনি ৷ চকচক করছে তাঁর মেক-আপ বিহীন ত্বক ৷

ছবিটি দেখে বোঝা গিয়েছে যে, সৈকতের সুন্দর মুহূর্ত উপভোগ করছেন গালি বয় অভিনেত্রী ৷ এই আউটিংয়ের জন্য তিনি বেগুনি ওয়ান-শোল্ডার স্যুইমসুট বেছে নিয়েছেন । রোদ পোয়াতো পোয়াতে হেসে সেলফিটি তুলেছেন আলিয়া ৷ এই ছবি পোস্ট হওয়ার সঙ্গে সঙ্গেই মন্তব্য বিভাগকে ভালোবাসায় ভরিয়ে দেন আলিয়ার অনুরাগীরা ৷ বাদ যাননি তাঁর ইন্ডাস্ট্রির বন্ধুরাও ৷

আরও পড়ুন:40 বছর পর আবারও বড় পর্দায় আসতে চলেছে শেখর কাপুরের 'মাসুম'

একজন ভক্ত আলিয়ার কিউটনেসের তারিফ করেছেন ৷ অন্য একজন মন্তব্য করেছেন, "সেলফিই সেরা ।" একজন সোশাল মিডিয়া ব্যবহারকারী আবার লিখেছেন, "এই ছবিতে স্বর্গের গন্ধ পাওয়া যাচ্ছে ।"

সম্প্রতি বিলাসবহুল ফ্যাশন ব্র্যান্ড গুচির প্রথম ভারতীয় গ্লোবাল অ্যাম্বাসেডর হিসাবে আলিয়া ভাটের নাম ঘোষণা করা হয়েছে । এ দিকে, ফিল্মের দিকে তাকালে, আলিয়াকে পরবর্তীতে করণ জোহরের আসন্ন রকি অর রানি কি প্রেম কাহানিতে রণবীর সিংয়ের বিপরীতে দেখা যাবে । ছবিটি 28 জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে । ক্যাটরিনা কাইফ এবং প্রিয়াঙ্কা চোপড়া জোনাসের সঙ্গে ফারহান আখতারের পরিচালনায় জি লে জারাতেও রয়েছেন আলিয়া ভাট । আরআরআর অভিনেত্রী গ্যাল গ্যাডট অভিনীত হার্ট অফ স্টোনের মাধ্যমে হলিউডে আত্মপ্রকাশ করতে চলেছেন ।

Last Updated : Jun 7, 2023, 2:42 PM IST

ABOUT THE AUTHOR

...view details