মুম্বই, 7 জুন: ভক্তদের জন্য নয়া ট্রিট বলিউডের ডিম্পল কুইন আলিয়া ভাটের ৷ বুধবার নিজের একটি নো-মেকআপ মর্নিং সেলফি পোস্ট করেছেন তিনি । নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে সমুদ্র সৈকতে নিজের একটি দুরন্ত ছবি শেয়ার করেছেন গাঙ্গুবাঈ অভিনেত্রী ৷ সঙ্গে জানিয়েছেন তাঁর একটি সিক্রেটও ৷
আলিয়া তাঁর সেই পোস্টের ক্যাপশনে লিখেছেন, "আমি একা থাকার 2.3 সেকেন্ড পরে । (একটি সেলফি ইমোজি-সহ)" এই ক্যাপশনের মধ্যে নিজের হাস্যকর স্বভাবের কথাই বোঝাতে চেয়েছেন আলিয়া ভাট ৷ এই ক্যাপশনের অর্থ, একা থাকলেই তিনি সঙ্গে সঙ্গে সেলফি তুলতে ব্যস্ত হয়ে পড়েন ৷ ছবিতে অভিনেত্রীকে নো মেক-আপ লুকে দেখা যাচ্ছে ৷ ভেজা চুল খুলে রেখেছেন তিনি ৷ চকচক করছে তাঁর মেক-আপ বিহীন ত্বক ৷
ছবিটি দেখে বোঝা গিয়েছে যে, সৈকতের সুন্দর মুহূর্ত উপভোগ করছেন গালি বয় অভিনেত্রী ৷ এই আউটিংয়ের জন্য তিনি বেগুনি ওয়ান-শোল্ডার স্যুইমসুট বেছে নিয়েছেন । রোদ পোয়াতো পোয়াতে হেসে সেলফিটি তুলেছেন আলিয়া ৷ এই ছবি পোস্ট হওয়ার সঙ্গে সঙ্গেই মন্তব্য বিভাগকে ভালোবাসায় ভরিয়ে দেন আলিয়ার অনুরাগীরা ৷ বাদ যাননি তাঁর ইন্ডাস্ট্রির বন্ধুরাও ৷