মুম্বই, 22 জুন:16 জুন মুক্তি পাওয়ার পর থেকেই বিতর্কের কেন্দ্রে আদিপুরুষ ৷ এই ফিল্মের অন্যতম কুশীলব বলিউডের অভিনেত্রী কৃতি স্যাননের ছবির সমর্থনে এ বার কলম ধরলেন তাঁর মা গীতা স্যানন ৷ ইনস্টাগ্রামে বার্তা দিয়ে তিনি লিখেছেন, একজন ব্যক্তির ভুলের দিকে না তাকিয়ে আবেগকে বুঝতে হবে ৷
গীতা স্যানন লিখেছেন, "জাকি রহি ভাবনা জায়সি, প্রভু মুরত দেখি তিন তাইসি ।" তিনি এর অর্থ ব্যাখ্যা করে লেখেন, "এর অর্থ হল, ভালো ভাবনা ও দৃষ্টি দিয়ে দেখো, তাহলে এই সৃষ্টিকে সুন্দরই লাগবে । মানুষের ভুলগুলো নয়, তাঁদের ভাবনাকে বোঝার চেষ্টা করো ৷ জয় শ্রী রাম ৷"
কৃতি স্যাননের মায়ের এই পোস্ট সোশাল মিডিয়ায় মিশ্র সাড়া পেয়েছে । কৃতির ছোট বোন নূপুর লিখেছেন, একদম ঠিক কথা । একজন সোশাল মিডিয়া ব্যবহারকারী মন্তব্য করেছেন, 'এটি ঠিক ।' তবে অন্য অনেক ব্যবহারকারী কৃতির মায়ের মন্তব্যের সমালোচনা করেছেন । একজন ব্যবহারকারী লিখেছেন, "আপনার এই হিন্দু-বিরোধী ফিল্মটিকে অন্ধভাবে সমর্থন করা উচিত নয় । আপনার মেয়েকে হিন্দু বিরোধী কার্যকলাপে উৎসাহিত করার পরিবর্তে হিন্দু মূল্যবোধ শেখানো উচিত ।"