মুম্বই, 3 অগস্ট: অভিনেত্রী চারু আসপা এবং অভিনেত্রী সুস্মিতা সেনের ভাই রাজীব সেন হাঁটছেন বিবাহ বিচ্ছেদের পথে (Charu Asopa Rajeev Sen Relationship )৷ যা খবর সামনে এসেছিল তাতে মনে হয়েছিল এমনটাই ৷ এমনই দু'জনের ব্লেম গেমও উঠে এসেছিল খবরের শিরোনামে ৷ চারু এও বলেছিলেন, "আমি আলাদা হতে চাই । কারণ আমি চাই না আমার মেয়ে বিষাক্ত এবং আপত্তিজনক পরিবেশে বেড়ে উঠুক । আমি চাই না যে, সে একে অপরকে গালিগালাজ করতে দেখুক ।" তবে চারুর সাম্প্রতিক পোস্ট দেখে অনেকেরই ধারণা বিবাদ মিটেছে ৷ হয়ত ফের শহরে প্যাচপ্যাচে বর্ষার মাঝেও বইছে বসন্তের সুগন্ধি হাওয়া ৷
আসলে সম্প্রতি ন'মাস বয়স হল চারু-রাজীবের কন্যা জিনিয়ার ৷ আর তার এই ন'মাসের জন্মদিন পালনের একটি মুহূর্তই সম্প্রতি চারু শেয়ার করেছেন তাঁর ইনস্টাগ্রামে ৷ যেখানে চারুর সঙ্গে দেখা গিয়েছে রাজীবকেও ৷ "শুভ জন্মদিন (ন'মাসের) মাই লাভ ৷ জীবনী শক্তি এবং হাসিতে ভরা ৷ আমার জীবনে আসার জন্য এবং একে এত সুন্দর করে তোলার জন্য অনেক অনেক ধন্যবাদ ৷ আই লাভ ইউ মাই জান..."
ছবিতে অভিনেত্রীকে দেখা গিয়েছে ট্র্যাডিশনাল কমলা শাড়িতে ৷ মাথায় রয়েছে ম্যাচিং গাঁদা ফুল ৷ তাঁর সঙ্গে তাঁর স্বামী রাজীবকে দেখা যায়নি ঠিকই তবে মা-মেয়ের সুন্দর মুহূর্তটি ছিল অমলিন ৷ একইসঙ্গে নেটিজেনদের নজর কেড়েছে চারুর সিঁথির সিঁদুরও ৷ অনেকের মতে এই সিঁদুরই প্রমাণ দিচ্ছে যে চারু-রাজীবের মধ্যে সম্পর্কের দূরত্ব হয়ত মিটে গিয়েছে ৷ তাঁর মেয়েকেও এদিন খুব সুন্দর গোলাপি পোশাকে সাজিয়েছিলেন অভিনেত্রী ৷