পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Charu Asopa-Rajeev Sen: চারু-রাজীব কি হাত ধরলেন আবার ? সোশাল মিডিয়া পোস্টে শুরু জল্পনা - Rajeev Sen

অভিনেত্রী চারু আসপা এবং অভিনেত্রী সুস্মিতা সেনের ভাই রাজীব সেন হাঁটছেন বিবাহ বিচ্ছেদের পথে ৷ যা খবর সামনে এসেছিল তাতে মনে হয়েছিল এমনটাই ৷ তবে চারুর সাম্প্রতিক পোস্ট দেখে অনেকেরই ধারণা, বিবাদ মিটেছে (Charu Asopa Rajeev Sen Relationship )৷

Charu Asopa Rajeev Sen Relationship
চারু এবং সুস্মিতার ভাই রাজীব কী হাত ধরলেন আবার? মিটল বিবাদ!

By

Published : Aug 3, 2022, 12:45 PM IST

মুম্বই, 3 অগস্ট: অভিনেত্রী চারু আসপা এবং অভিনেত্রী সুস্মিতা সেনের ভাই রাজীব সেন হাঁটছেন বিবাহ বিচ্ছেদের পথে (Charu Asopa Rajeev Sen Relationship )৷ যা খবর সামনে এসেছিল তাতে মনে হয়েছিল এমনটাই ৷ এমনই দু'জনের ব্লেম গেমও উঠে এসেছিল খবরের শিরোনামে ৷ চারু এও বলেছিলেন, "আমি আলাদা হতে চাই । কারণ আমি চাই না আমার মেয়ে বিষাক্ত এবং আপত্তিজনক পরিবেশে বেড়ে উঠুক । আমি চাই না যে, সে একে অপরকে গালিগালাজ করতে দেখুক ।" তবে চারুর সাম্প্রতিক পোস্ট দেখে অনেকেরই ধারণা বিবাদ মিটেছে ৷ হয়ত ফের শহরে প্যাচপ্যাচে বর্ষার মাঝেও বইছে বসন্তের সুগন্ধি হাওয়া ৷

আসলে সম্প্রতি ন'মাস বয়স হল চারু-রাজীবের কন্যা জিনিয়ার ৷ আর তার এই ন'মাসের জন্মদিন পালনের একটি মুহূর্তই সম্প্রতি চারু শেয়ার করেছেন তাঁর ইনস্টাগ্রামে ৷ যেখানে চারুর সঙ্গে দেখা গিয়েছে রাজীবকেও ৷ "শুভ জন্মদিন (ন'মাসের) মাই লাভ ৷ জীবনী শক্তি এবং হাসিতে ভরা ৷ আমার জীবনে আসার জন্য এবং একে এত সুন্দর করে তোলার জন্য অনেক অনেক ধন্যবাদ ৷ আই লাভ ইউ মাই জান..."

ছবিতে অভিনেত্রীকে দেখা গিয়েছে ট্র্যাডিশনাল কমলা শাড়িতে ৷ মাথায় রয়েছে ম্যাচিং গাঁদা ফুল ৷ তাঁর সঙ্গে তাঁর স্বামী রাজীবকে দেখা যায়নি ঠিকই তবে মা-মেয়ের সুন্দর মুহূর্তটি ছিল অমলিন ৷ একইসঙ্গে নেটিজেনদের নজর কেড়েছে চারুর সিঁথির সিঁদুরও ৷ অনেকের মতে এই সিঁদুরই প্রমাণ দিচ্ছে যে চারু-রাজীবের মধ্যে সম্পর্কের দূরত্ব হয়ত মিটে গিয়েছে ৷ তাঁর মেয়েকেও এদিন খুব সুন্দর গোলাপি পোশাকে সাজিয়েছিলেন অভিনেত্রী ৷

আরও পড়ুন:চিরাচরিত রাজনৈতিক পরিস্থিতির দিকে পরোক্ষে আঙুল তুলবে 'ঠগঠগী', নতুন নাটক নিয়ে মত স্বাগতার

তাঁর পোস্টের নীচে অনেকেই চারুর কাছে জানতেও চেয়েছেন, তিনি কি শুধু শ্যুটিংয়ের জন্য সিঁদুরটুকু পড়েছেন নাকি তাঁরা ফের একসঙ্গে রয়েছেন ? এক নেটিজেন লেখেন, "আপনি যদি কিছু মনে না করেন তাহলে দয়া করে বলবেন এটা কি শুধুই শ্যুটিংয়ের জন্য নাকি আপনি এবং রাজীব আবার একসঙ্গে ফিরে এসেছেন ?"

প্রসঙ্গত, 2019 সালের 7 জুন গোয়ায় বিবাহবন্ধনে আবদ্ধ হন এই দম্পতি ৷ তবে প্রথম থেকেই তাঁদের সম্পর্ক খুব একটা স্থিতিশীল ছিল না ৷ চারু এবং রাজীব বারবার শিরোনামে উঠে এসেছেন তাঁদের দাম্পত্য কলহের জন্য় ৷ যদিও এই ঘটনা এর আগে তেমন বড় হয়ে ওঠেনি এবং তাঁরা নিজেদের সমস্যা মিটিয়ে নিয়ে ফের একসঙ্গে পথচলা শুরু করেছেন ৷

ABOUT THE AUTHOR

...view details