পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Sapna Choudhary: প্রতারণার অভিযোগে নৃত্যশিল্পী স্বপ্নার বিরুদ্ধে চার্জ গঠন - Charges framed against Sapna Choudhary

প্রতারণার অভিযোগে বিখ্যাত নৃত্যশিল্পী স্বপ্না চৌধুরি-সহ আরও চারজনের বিরুদ্ধে চার্জ গঠন করল আদালত(Charges framed against Sapna Choudhary in cheating case) ৷ অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শান্তনু ত্যাগীর আদালত নৃত্যশিল্পী স্বপ্না চৌধুরি এবং তাঁর সঙ্গী জুনাইদ আহমেদ, ইভাদ আলি, অমিত পান্ডে এবং রত্নাকর উপাধ্যায়ের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 406 এবং 420 ধারায় চার্জ গঠন করেছে ৷

Sapna Choudhary
প্রতারণার অভিযোগে নৃত্যশিল্পী স্বপ্নার বিরুদ্ধে চার্জ গঠন আদালতের

By

Published : Nov 5, 2022, 9:37 AM IST

Updated : Nov 5, 2022, 10:03 AM IST

লখনউ, 5 নভেম্বর:প্রতারণার অভিযোগে নৃত্যশিল্পী স্বপ্না চৌধুরি-সহ আরও চারজনের বিরুদ্ধে চার্জ গঠন করল আদালত(Charges framed against Sapna Choudhary in cheating case) ৷ অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শান্তনু ত্যাগীর আদালত নৃত্যশিল্পী স্বপ্না চৌধুরি (Sapna Choudhary)এবং জুনাইদ আহমেদ, ইভাদ আলি, অমিত পান্ডে এবং রত্নাকর উপাধ্যায়ের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 406 এবং 420 ধারায় চার্জ গঠন করেছে ৷ শুনানির পরবর্তী তারিখ আগামী 12 ডিসেম্বর ৷ খবর অনুযায়ী গত 2018 সালের 13 অক্টোবর নৃত্যের অনুষ্ঠানে টিকিট সংক্রান্ত প্রতারণার ঘটনায় চার্জ গঠন করা হয়েছে তাঁদের বিরুদ্ধে ৷

এই বিষয়ে আশিয়ানা থানায় 2018 সালের 14 অক্টোবর একটি এফআইআর দায়ের হয়েছিল। ঘটনাটি ঘটেছিল তার ঠিক আগের দিন অর্থাৎ 13 অক্টোবর ৷ নৃত্যশিল্পীর বিরুদ্ধে অভিযোগ, ওই দিন দুপুর দু'টো থেকে রাত দশটা পর্যন্ত অনুষ্ঠান করার কথা ছিল স্বপ্নার ৷ হাজার হাজার টিকিট বিক্রি হয় শুধুমাত্র স্বপ্নার অনুষ্ঠান সামনে থেকে দেখার জন্য় ৷ টিকিটের দাম ছিল 300 টাকা ৷ কিন্তু নির্দিষ্ট সময়ে দর্শকরা অনুষ্ঠান স্থলে পৌঁছালেও স্বপ্না সেদিন অনুষ্ঠান করেননি ৷ এরপরেই শুরু হয় শোরগোল ৷ এও অভিযোগ ওঠে যে অনুষ্ঠান বাতিল হয়েছে ঠিকই কিন্তু দর্শকদের টাকা ফেরত দেওয়া হয়নি ৷

আরও পড়ুন:নতুন লুকে ফের নজর কাড়লেন মনামী

অভিযোগ দায়ের হয় স্বপ্না চৌধুরির এবং অন্যান্যদের বিরুদ্ধে ৷ এই প্রথম নয় বিগ বস খ্য়াত এই আইটেম ডান্সারের বিরুদ্ধে আগেও প্রতারণার অভিযোগ উঠেছে ৷ গতবছর 11 ফেব্রুয়ারি স্বপ্নার পাশাপাশি তাঁর মা এবং ভাইয়ের বিরুদ্ধেও অভিযোগ দায়ের করা হয় ।

Last Updated : Nov 5, 2022, 10:03 AM IST

ABOUT THE AUTHOR

...view details