কলকাতা, 17 ডিসেম্বর:বাংলাদেশের বিজয় উৎসবে দেখানো হল 'হাওয়া' এবং 'দ্য গোল্ডেন উইংস অফ ওয়াটাররকস' ৷ ছবি দেখতে ওপার থেকে হাজির অভিনেতা চঞ্চল চৌধুরী (Chanchal Chowdhury in KIFF to Watch Hawa)৷ মহম্মদ কায়ুম পরিচালিত 'দ্য গোল্ডেন উইংস অফ ওয়াটাররকস' দেখানো হল এবারের চলচ্চিত্র উৎসবে । ছবিতে অভিনয় করেছেন- জয়িতা মহলানবিশ, উজ্জ্বল কবির হিমু, সুমি ইসলাম, সামিয়া আকতার বৃষ্টি প্রমুখ ।
উল্লেখ্য, পরিচালকের এটিই ছিল প্রথম ছবি । মেকআপহীন এই ছবির সম্পাদনা করেছেন অর্ঘকমল মিত্র । চিত্রনাট্য এবং সিনেমাটোগ্রাফির দিকটি সামলেছেন মাজাহারুল রাজু । সঙ্গীত পরিচালনায় সাত্যকী বন্দ্যোপাধ্যায় । ছবি ঘিরে পরিচালক বলেন, "ঋতু পরিবর্তনের পর্যায় ধরতে চাওয়া হয়েছে এই ছবির মাধ্যমে । এই ছবি বানাতে দীর্ঘ কুড়ি বছরের রিসার্চ ছিল পরিচালকের । যদিও ছবি বানাবেন বলেই সেই সব গবেষণা বা অন্বেষণ করেননি তিনি, করেছেন জানার আর চেনার নেশায় । আর সেটাই সেলুলয়েডে বন্দি হয়ে রইল (New Film The Golden Wings of Waterrocks )।"