পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Celebs Wish Prosenjit: নায়িকাদের 'মনের মানুষ', জন্মদিনে বুম্বাদাকে শুভেচ্ছায় ভরালেন মিমি-ঋতুপর্ণারা - Celebs Wish Prosenjit

মিমি চক্রবর্তী থেকে ঋতুপর্ণা সেনগুপ্ত ৷ জন্মদিনে টলিউডের বহু সুন্দরীর শুভেচ্ছায় ভাসলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ৷ পাশাপাশি শুভেচ্ছা জানালেন রামকমল মুখোপাধ্যায়, শুভ্রজিৎ মিত্ররাও ৷

Celebs Wish Prosenjit
বুম্বাদাকে শুভেচ্ছায় ভরাল টলিউড

By ETV Bharat Bangla Team

Published : Sep 30, 2023, 1:58 PM IST

কলকাতা, 30 সেপ্টেম্বর:আরও একটি বসন্ত পার করে ফেললেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ৷ শনিবার 61 বছরে পা দিলেন ইন্ডাস্ট্রির বুম্বাদা ৷ শুক্রবার মধ্যরাত থেকেই শুভেচ্ছায় ভাসছেন টলিউডের সুপারস্টার ৷ বয়সের অঙ্কে একটা বছর যোগ হল ঠিকই তবে সেটা শুধুই সংখ্যায় ৷ আটের দশকের শুরুর দিকে ইন্ডাস্ট্রিতে জন্ম হয়েছিল এই নতুন তারকার ৷ আজও তিনি একইরকম জনপ্রিয় ৷ আজও তিনি নায়িকাদের 'কাছের মানুষ' ৷ আর তাই জন্মদিনে তাঁকে যেমন শুভেচ্ছা জানালেন রামকমল মুখোপাধ্যায়, শুভ্রজিৎ মিত্ররা তেমনই ঋতুপর্ণা সেনগুপ্ত, মিমি চক্রবর্তী, কৌশানি মুখোপাধ্যায়, সৌমিতৃষা কুণ্ডুর মতো নায়িকাদেরও শুভেচ্ছা কুড়োলেন তিনি ৷

গত শুক্রবার মধ্যরাতে একটি পোস্ট করেছিলেন প্রসেনজিৎ ৷ তিনি লেখেন, "জীবনে আরেকটা নতুন বছর ৷ যাত্রা শুরু ৷" এই পোস্টের নীচে কমেন্টবক্সে অভিনেত্রী সায়নী গুপ্ত লেখেন, "শুভ জন্মদিন বুম্বাদা ৷ এমনই সুন্দর থেকো ৷" শুভেচ্ছা জানিয়েছেন মিমি এবং কৌশানিও ৷ রামকমল মুখোপাধ্যায় এদিন লেখেন, "শুভ জন্মদিন বুম্বাদা ৷ অনেক ভালোবাসা তোমাকে ৷" শুভেচ্ছা জানিয়েছেন গৌরব চট্টোপাধ্যায়ও ৷

অন্যদিকে ঋতুপর্ণা সেনগুপ্তও এদিন একটি সুন্দর ছবি শেয়ার করেছেন ৷ সেখানে এথনিক পোশাকে দেখা গিয়েছে এই তারকা জুটিকে ৷ একসময় ঋতুপর্ণার সঙ্গে 'মধুর মিলন', 'শ্বশুরবাড়ি জিন্দাবাদ' , 'বাবা কেন চাকর', থেকে 'প্রাক্তন' পর্যন্ত একাধিক জনপ্রিয় ছবিতে কাজ করেছেন বুম্বাদা ৷ সেই স্মৃতি মনে করে এদিন ঋতুপর্ণা লেখেন, "সেই অসাধারণ মানুষটিকে জানাই শুভ জন্মদিন যিনি কাজটাকে বাতাসের মতোই হালকা করে দেন ৷ আর তাঁর সঙ্গে সম্পর্কটা সম্পদের চেয়ে কম নয় ৷ আশা করি আগামিদিনে আরও সাফল্য এবং আর অনেক স্মৃতি তৈরি হবে আমাদের ৷"

আরও পড়ুন:'বিক্রম সিংহ' থেকে 'লালন সাঁই', পরিবর্তনের পরিভাষা প্রসেনজিৎ

বিশ্বজিৎ পরিচালিত 'ছোট্ট জিজ্ঞাসা' ছবির হাত ধরে প্রথমবার রূপোলি পর্দায় পা দেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ৷ তখন তিনি শিশু শিল্পী ৷ এরপর 1983 সালে তাঁকে দেখা যায় 'দুটি পাতা' ছবিতে ৷ সেখান থেকেই নায়ক হিসাবে তাঁর যাত্রা শুরু ৷

ABOUT THE AUTHOR

...view details