পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Fatafati Success Bash: আবির-ঋতাভরীর 'ফাটাফাটি'র সাকসেস পার্টিতে চাঁদের হাট, দেখুন ভিডিয়ো - New Film Fatafati Success Bash

দেশ জুড়ে সাফল্যের শিখর ছুঁয়েছে আবির-ঋতাভরীর নতুন ছবি 'ফাটাফাটি' ৷ এবার ছবির সাকসেস পার্টিতে দেখা অনিন্দ্য-অনুপম সকলেরই ৷

Fatafati Success Bash
আবির ঋতাভরীর নতুন ছবি ফাটাফাটির সাকসেস পার্টি

By

Published : Jun 3, 2023, 11:33 AM IST

কলকাতা, 3 জুন:মোটা হলেই জীবনের সমস্ত স্বপ্নকে জলে ভাসিয়ে দিতে হবে- তার কোনও মানে নেই ৷ কিন্তু আমাদের চারপাশের অনেকের মত সেটাই ৷ এই ধরনের 'বডি শেমিং'-এর বিরুদ্ধেই মুখ খুলেছিল বলিউডের 'ডবল এক্স এল'-এর মতো ছবি ৷ আর সম্প্রতি একই বিষয় নিয়ে ছবি তৈরি করেছেন পরিচালক অরিত্র মুখোপাধ্যায়ও ৷ আবির চট্টোপাধ্যায় এবং ঋতাভরী চক্রবর্তী অভিনীত এই ছবির নাম 'ফাটাফাটি' ৷

এই ছবিতে দেখানো হয়েছে সাধারণ এক গৃহবধূর গল্প ৷ স্থুলকায় বলে তার জন্য় নানা কথাও শুনতে হয় তাঁকে ৷ তবে সে ফ্যাশন ভালোবাসে ৷ হতে চায় একজন ফ্যাশন ইনফ্লুয়েন্সার ৷ এই ছবি তুলে ধরে তার সেই সংঘর্ষে ভরা যাত্রার কাহিনি ৷ অরিত্রর সঙ্গে এর আগে 'ব্রহ্মা জানেন গোপন কম্মটি' ছবিতে কাজ করেছিলেন ঋতাভরী ৷ অর্থাৎ 'ফাটাফাটি' জুটির দ্বিতীয় ছবি ৷ এবার ছবির সাকসেস পার্টিতে বসল চাঁদের হাট ৷ শনিবার প্রযোজনা সংস্থা উইন্ডোজের তরফেই শেয়ার করা হয়েছে একটি ভিডিয়ো ৷

পার্টিতে দেখা গিয়েছে অভিনেতা অনিন্দ্য চট্টোপাধ্য়ায়, গায়ক অনুপম রায়, অভিনেত্রী সোমা বন্দোপাধ্যায়, গায়ক তথা পরিচালক অনিন্দ্য চট্টোপাধ্য়ায়,অভিনেত্রী দেবলীনা কুমার, অভিনেতা গৌরব চট্টোপাধ্য়ায়-সহ আরও অনেকেই ৷ এছাড়া আবির চট্টোপাধ্যায়, স্বস্তিকা দত্তের মতো ছবির কলাকুশলীরা তো উপস্থিত ছিলেনই ৷ ছিলেন কাহিনিকার জিনিয়া সেন এবং সুরকার অমিত চট্টোপাধ্য়ায়ও ছিলেন পার্টিতে ৷ শিবপ্রসাদকে এদিন দেখা গেল গানের তালে তালে নাচে মেতে উঠতে ৷ ছবি নিয়ে আশাবাদী সকলেই ৷ বিশেষত যে গল্প ফুটিয়ে তুলেছে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন বাংলার তারকা মহল ৷

আরও পড়ুন:'ব্যোমকেশ ও দুর্গরহস্য' ছবির তৃতীয় পর্বের শ্যুটিং শেষ করলেন দেব

গত 12 মে মুক্তি পেয়েছিল আবির-ঋতাভরী জুটির 'ফাটাফাটি' ৷ তারপর থেকে বাংলা জুড়ে বেশ সফল হয়েছে এই ছবি ৷ এমনকী গত 26 মে দেশের অন্যান্য রাজ্যেও মুক্তি পেয়েছিল এই ছবি ৷ মুম্বই, পুনে, বেঙ্গালুরু, হায়দরাবাদেও রীতিমতো ফাটাফাটি করেছে অরিত্রর এই ছবি ৷ তাই এবার ছবির সাফল্য নিয়ে রীতিমতো মেতে উঠলেন পরিচিত সমস্ত টলিউড তারকারা ৷

ABOUT THE AUTHOR

...view details