মুম্বই, 25 জানুয়ারি: সাড়ম্বরে দেশজুড়ে মুক্তি পেল শাহরুখ খানের (Shah Rukh Khan) প্রত্যাবর্তন ফিল্ম পাঠান ৷ দেশজুড়ে বললে অন্যায়ই হবে, কারণ বিদেশে প্রায় আড়াই হাজার স্ক্রিনে বুধবার মুক্তি পেয়েছে সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই স্পাই-থ্রিলার (SRK Starrer Pathaan released worldwide) ৷ কিন্তু কেমন হল পাঠান, প্রত্যাবর্তন ছবিতে কি সত্যিই কামব্যাক করলেন এসআরকে? প্রি-বুকিংয়ের সমস্ত রেকর্ড ভেঙে দেওয়ার পর পাঠানের বক্স অফিস সাফল্য নিয়ে সন্দেহের কোনও অবকাশ ছিল না ৷ আর মুক্তির পর শাহরুখ স্তুতিতে মাতল বলিউড ৷
'পাঠান' দেখে কী বললেন বলিউডের তাবড় পরিচালক, প্রযোজক কিংবা অভিনেতারা? সাতান্নর শাহরুখকে দেখে মুগ্ধ প্রযোজক করণ জোহার সোশ্য়াল মিডিয়ায় লিখলেন, "মনে পড়ছে না শেষ কবে সিনেমা হলে এত মজা করেছি ৷ এটাই সবচেয়ে বড় ব্লকবাস্টার ৷" শাহরুখের চার্ম, ক্যারিশমা, সুপারস্টারডম, ইচ্ছেশক্তির প্রশংসা করলেন প্রযোজক ৷ পাশাপাশি দীপিকা পাড়ুকোন (Deepika Padukone), জন আব্রাহাম (John Abraham) এবং পরিচালক সিদ্ধার্থ আনন্দেরও (Siddharth Anand) পরিচালনা করলেন করণ ৷