পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Bollywood Celebrates Pathaan: শাহরুখে মুগ্ধ অনুরাগ থেকে করণ, বলিউডের পাশাপাশি পাঠানে কাবু দক্ষিণও - Celebrity review of SRK new release Pathaan

পাঠান দেখে মুগ্ধ বলি সেলেবরা ৷ শাহরুখের ছবিমুক্তির উত্তেজনা গ্রাস করল সামান্হা রুথ প্রভু, কমন হাসানকেও ৷ কে কী বললেন দেখে নিন (Celebrity review of SRK new release Pathaan) ৷

Etv Bharat
শাহরুখে মুগ্ধ অনুরাগ থেকে করণ

By

Published : Jan 25, 2023, 11:09 PM IST

মুম্বই, 25 জানুয়ারি: সাড়ম্বরে দেশজুড়ে মুক্তি পেল শাহরুখ খানের (Shah Rukh Khan) প্রত্যাবর্তন ফিল্ম পাঠান ৷ দেশজুড়ে বললে অন্যায়ই হবে, কারণ বিদেশে প্রায় আড়াই হাজার স্ক্রিনে বুধবার মুক্তি পেয়েছে সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই স্পাই-থ্রিলার (SRK Starrer Pathaan released worldwide) ৷ কিন্তু কেমন হল পাঠান, প্রত্যাবর্তন ছবিতে কি সত্যিই কামব্যাক করলেন এসআরকে? প্রি-বুকিংয়ের সমস্ত রেকর্ড ভেঙে দেওয়ার পর পাঠানের বক্স অফিস সাফল্য নিয়ে সন্দেহের কোনও অবকাশ ছিল না ৷ আর মুক্তির পর শাহরুখ স্তুতিতে মাতল বলিউড ৷

'পাঠান' দেখে কী বললেন বলিউডের তাবড় পরিচালক, প্রযোজক কিংবা অভিনেতারা? সাতান্নর শাহরুখকে দেখে মুগ্ধ প্রযোজক করণ জোহার সোশ্য়াল মিডিয়ায় লিখলেন, "মনে পড়ছে না শেষ কবে সিনেমা হলে এত মজা করেছি ৷ এটাই সবচেয়ে বড় ব্লকবাস্টার ৷" শাহরুখের চার্ম, ক্যারিশমা, সুপারস্টারডম, ইচ্ছেশক্তির প্রশংসা করলেন প্রযোজক ৷ পাশাপাশি দীপিকা পাড়ুকোন (Deepika Padukone), জন আব্রাহাম (John Abraham) এবং পরিচালক সিদ্ধার্থ আনন্দেরও (Siddharth Anand) পরিচালনা করলেন করণ ৷

করণ জোহরের পোস্ট

টুইট করে রবিনা ট্যান্ডন লিখলেন, "দুর্দান্ত ৷ পাঠান দেখে মাথা ঘুরে গিয়েছে ৷ ইন্ডাস্ট্রির কাছে আবারও উদযাপন করার কারণ চলে এসেছে ৷" মুগ্ধ পরিচালক তরণ আদর্শ লিখলেন, "ব্লকবাস্টার ৷" পরিচালক ফারহা খানও মুগ্ধ পাঠান দেখে ৷ ফার্স্ট ডে ফার্স্ট শো দেখে বেরিয়ে পরিচালক অনুরাগ কাশ্যপ জানালেন, শাহরুখকে স্ক্রিনে এত সুন্দর আগে লাগেনি ৷ এই প্রথম শাহরুখকে অ্যাকশন অবতারে দেখে গ্যাংস অফ ওয়াসিপুর-পরিচালক বললেন, "দিল খুশ হো গায়া ৷"

আরও পড়ুন:বনবাস ভেঙে বলিউডের সেভিয়ার সেই শাহরুখ, আত্মপ্রকাশেই ব্লকবাস্টার 'পাঠান'

অনিল কাপুর বললেন, "পাঠান শুধু একটা ছবি নয়, একটা আবেগের নাম ৷" ট্রেলার বেরনোর পর রাম চরণ, দুলকর সলমনদের শুভেচ্ছা কুড়িয়েছিলেন, আর ছবি মুক্তির পর পাঠান জ্বরে কাবু হল দক্ষিণও ৷ সামান্হা রুথ প্রভু উত্তেজনায় লিখলেন, "আজকে পাঠান ডে ৷" শাহরুখকে শুভেচ্ছা জানিয়ে কিংবদন্তি কমল হাসান লিখলেন, "আরও পথ চলা বাকি ৷"

ABOUT THE AUTHOR

...view details