হায়দরাবাদ, 6 অগস্ট: ছবির রূপোলি দুনিয়া সবসময় মানুষের ব্যক্তি জীবনকে প্রতিফলিত করে ৷ যা দেখে মনে হয়, এ যেন আমাদেরই গল্প, আমাদেরই কাহিনী ৷ বন্ধুত্ব থেকে ভালোবাসা, এমন অনেক নিদর্শন রয়েছে ছবির ক্ষেত্রে ৷ যা লার্জার দ্যান লাইফে কোথাও না কোথাও মিল খুঁজে নেয় ৷ চলার পথে চড়াই-উতরাইতে কখনও যে বন্ধু আমাদের ছায়াপথ হয়ে ওঠে, তা থেকে যায় অজান্তেই ৷ বন্ধুত্ব দিবসের দিনে চলুন এক নজরে ঝালিয়ে নেওয়া যাক, ফেলে আসা রূপকথাদের বাংলা ছবির রূপোলি পর্দায় ৷
গুপি গায়েন বাঘা বায়েন: সত্যজিৎ রায়ের কলম থেকে উঠে আসা দু’টি চরিত্র ৷ যাতে প্রাণ এনে দিয়েছেন রবি ঘোষ ও তপেন চট্টোপাধ্যায় ৷ যদি বন্ধুত্বের কথা বলতেই হয়, তাহলে গুপি গায়েন ও বাঘা বায়েন সেরা উদাহরণ সকল জেনারেশনের কাছে ৷
অরণ্যের দিনরাত্রি: কাজের হাঁসফাঁস থেকে মুক্তি নিয়ে প্রাণ খোলা নিঃশ্বাস নিতে বন্ধুরা মিলে বাইরে কোথাও দিনযাপন ৷ আড্ডা, খাওয়া, ঘোরা, মনের কথা ভাগ করে নেওয়া আর মেমোরি গেম ৷ নিশ্চই বুঝে গিয়েছেন কোন ছবির কথা বলছি ৷ অরণ্যের দিনরাত্রি ৷ সত্যজিৎ রায়ের অনবদ্য একটি ছবি, যা বলে বন্ধুত্বের গল্প ৷
বসন্ত বিলাপ: 1973 সালে মুক্তি পাওয়া দীনেন গুপ্ত পরিচালিত বসন্ত বিলাপ নিশ্চই দেখেছেন অনেকে ৷ যাঁরা দেখেননি, বিশেষ করে যাঁরা কাজের সূত্রে বা পড়াশোনার সূত্রে বাইরে থাকেন, তাঁরা বন্ধুত্বের সংজ্ঞা ঠিক কেমন হয়, তা জানতে দেখতে পারেন এই ছবি ৷
দুই পৃথিবী: রাহুল রায় আর দেবু, দুই বিপরীত মেরুর মানুষ ৷ অথচ তারাই হয়ে ওঠেন একে অন্যের পৃথিবী ৷ রাজ চক্রবর্তী পরিচালিত দেব ও জিৎ অভিনীত দুই পৃথিবী সেলুলয়েডে বুঝিয়েছে পরিণত বন্ধুত্বের গল্প ৷