পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Friendship in Bengali Movie: 'বন্ধুত্ব দিবস' উদযাপন হোক বাংলা ছবির হাত ধরেই - বন্ধুত্ব দিবস

বন্ধুত্বযাপনে এমনই কিছু ছবি রয়েছে, যা মনে করায় স্কুল জীবনে বন্ধুর টিফিন চুরি করে খাওয়া হোক বা ভাগ করে খাওয়া ৷ মনে করায় প্রিয় বন্ধুর পাশে বসার খুনসুটি ৷ মনে করায় কলেজ জীবনে বন্ধুর থেকে ধার নিয়ে বান্ধবীর জন্য উপহার কেনা ৷ আবার কখনও মনে করায় বিপদে-আপদে বন্ধুর পাশে থাকা ৷ সেই কাহিনী ধরা পড়ে ছবির পর্দাতেও ৷ বন্ধুত্ব দিবসে প্রিয় বন্ধুর সঙ্গে দেখতে পারেন এই ছবিগুলি ৷

Friendship day
Etv Bharat

By

Published : Aug 6, 2023, 3:22 PM IST

হায়দরাবাদ, 6 অগস্ট: ছবির রূপোলি দুনিয়া সবসময় মানুষের ব্যক্তি জীবনকে প্রতিফলিত করে ৷ যা দেখে মনে হয়, এ যেন আমাদেরই গল্প, আমাদেরই কাহিনী ৷ বন্ধুত্ব থেকে ভালোবাসা, এমন অনেক নিদর্শন রয়েছে ছবির ক্ষেত্রে ৷ যা লার্জার দ্যান লাইফে কোথাও না কোথাও মিল খুঁজে নেয় ৷ চলার পথে চড়াই-উতরাইতে কখনও যে বন্ধু আমাদের ছায়াপথ হয়ে ওঠে, তা থেকে যায় অজান্তেই ৷ বন্ধুত্ব দিবসের দিনে চলুন এক নজরে ঝালিয়ে নেওয়া যাক, ফেলে আসা রূপকথাদের বাংলা ছবির রূপোলি পর্দায় ৷

গুপি গায়েন বাঘা বায়েন: সত্যজিৎ রায়ের কলম থেকে উঠে আসা দু’টি চরিত্র ৷ যাতে প্রাণ এনে দিয়েছেন রবি ঘোষ ও তপেন চট্টোপাধ্যায় ৷ যদি বন্ধুত্বের কথা বলতেই হয়, তাহলে গুপি গায়েন ও বাঘা বায়েন সেরা উদাহরণ সকল জেনারেশনের কাছে ৷

গুপি গায়েন বাঘা বায়েন

অরণ্যের দিনরাত্রি: কাজের হাঁসফাঁস থেকে মুক্তি নিয়ে প্রাণ খোলা নিঃশ্বাস নিতে বন্ধুরা মিলে বাইরে কোথাও দিনযাপন ৷ আড্ডা, খাওয়া, ঘোরা, মনের কথা ভাগ করে নেওয়া আর মেমোরি গেম ৷ নিশ্চই বুঝে গিয়েছেন কোন ছবির কথা বলছি ৷ অরণ্যের দিনরাত্রি ৷ সত্যজিৎ রায়ের অনবদ্য একটি ছবি, যা বলে বন্ধুত্বের গল্প ৷

বসন্ত বিলাপ: 1973 সালে মুক্তি পাওয়া দীনেন গুপ্ত পরিচালিত বসন্ত বিলাপ নিশ্চই দেখেছেন অনেকে ৷ যাঁরা দেখেননি, বিশেষ করে যাঁরা কাজের সূত্রে বা পড়াশোনার সূত্রে বাইরে থাকেন, তাঁরা বন্ধুত্বের সংজ্ঞা ঠিক কেমন হয়, তা জানতে দেখতে পারেন এই ছবি ৷

দুই পৃথিবী: রাহুল রায় আর দেবু, দুই বিপরীত মেরুর মানুষ ৷ অথচ তারাই হয়ে ওঠেন একে অন্যের পৃথিবী ৷ রাজ চক্রবর্তী পরিচালিত দেব ও জিৎ অভিনীত দুই পৃথিবী সেলুলয়েডে বুঝিয়েছে পরিণত বন্ধুত্বের গল্প ৷

ওপেন টি বায়োস্কোপ: বন্ধুত্বের কথা হবে আর ফোঁয়ারা, তিতি, কচুয়া, চরণের এদের কথা হবে না, তা কী করে হয় ৷ অনিন্দ্য চট্টোপাধ্যায় পরিচালিত ওপেন টি বায়োস্কোপ বন্ধুত্বের কথা মনে করাবে আজীবন ৷

ওপেন টি বায়োস্কোপ

হামি- ভুতু আর চিনির বন্ধুত্বের কথা নিশ্চই মনে আছে ৷ সময়ের সঙ্গে সঙ্গে যখন প্রতিযোগীতার ঘোড়া দৌড়ে অভিভাবকরা ব্যস্ত, তখন স্কুলের মধ্যে তৈরি হওয়া মিষ্টি বন্ধুত্ব আমাদের শিক্ষা দিয়েছে ৷ অন্যভাবে ভাবার বোধ জাগিয়েছে ৷ নন্দিতা রায়-শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরিচালিত হামি ছবিও রইল বন্ধুত্ব যাপনের বাকেট লিস্টে ৷

ঘরে অ্যান্ড বাইরে: প্যায়ার দোস্তি হ্যায় ৷ এই সংলাপ নতুন করে জেন ওয়াই জেনারেশনকে বোঝাতে হয় না ৷ ফলে ঘরে অ্যান্ড বাইরে ছবিতে যীশু সেনগুপ্ত ও কোয়েল মল্লিকের খুনসুটি ভরা বন্ধুত্ব ও ভালোবাসা, আমাদের অনেক বন্ধুর জীবনের কাহিনিই যেন প্রতিফলিত করেছে ৷

আমি আর আমার গার্লফ্রেন্ডস: মৈনাক ভৌমিক পরিচালিত ছবি আমি আর আমার গার্লফ্রেন্ডস ৷ রাইমা সেন, স্বস্তিকা মুখোপাধ্যায় ও পার্নো মিত্র এখনকার মেয়েদের বন্ধুত্বের ছবি ফ্রেম বাই ফ্রেম খুব সুন্দর ফুটিয়ে তুলেছিলেন ৷

আরও পড়ুন: আটারি-ওয়াঘা সীমান্তে ছবির প্রচারে সানি দেওল-আমিশা

দোস্তজি: প্রসুন চট্টোপাধ্যায় পরিচালিত দোস্তজি ৷ একবৃন্তে দু’টি কুসুম যে সত্যিই থাকতে পারে, তা বুঝিয়ে দিয়েছে দোস্তজির আশিক সেখ ও আরিফ সেখ ৷

ABOUT THE AUTHOR

...view details