পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Allu Arjun Birthday Bash: আল্লু অর্জুনের জন্মদিন উদযাপনে মেতে উঠলেন স্ত্রী স্নেহা, দেখুন অনুষ্ঠানের ঝলক - Allu Sneha Reddy instagram

আল্লু অর্জুনের একচল্লিশতম জন্মদিন উদযাপন স্ত্রী স্নেহার ৷ ছবি ভাইরাল হল সোশাল মিডিয়ায় ৷

Allu Arjun Birthday Bash
সামনে এল আল্লু অর্জুনের 41তম জন্মদিনের ঝলক

By

Published : Apr 8, 2023, 2:38 PM IST

হায়দরাবাদ, 8 এপ্রিল:একচল্লিশে পা দিলেন পুষ্পা স্টার আল্লু অর্জুন ৷ এবার সামনে এল আল্লুর বার্থডে পার্টির কিছু ঝলক ৷ পরিবারের সঙ্গেই জন্মদিন উদযাপনে মেতে উঠলেন পর্দার পুষ্পারাজ ৷ গতকালই তাঁর জন্মদিন উপলক্ষে নির্মাতারা সামনে এনেছিলেন তাঁর নতুন ছবির টিজার ৷ শুক্রবার সন্ধ্যায় সামনে এসেছিল তাঁর এই ছবির প্রথম লুকও ৷

শনিবার সোশাল মিডিয়ায় তাঁর জন্মদিন সেলিব্রেশনের ছবি সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন আল্লু পত্নী স্নেহা রেড্ডি ৷ ছবিতে তাঁদের দু'জনকে দেখা গেল পাশাপাশি দাঁড়িয়ে পোজ দিতে ৷ স্নেহা এদিন ক্যামেরার সামনে এলেন গোলাপি ফ্লোরাল ড্রেসে । অন্য়দিকে আল্লু অর্জুনকে দেখা গিয়েছে সাদা কালো প্রিন্টেড শার্টে ৷ টেবিলে রাখা কেকের সামনে এদিন দু'জনকেই দেখা গেল হাসিখুশি মুখে ৷ আল্লু অর্জুনের জন্মদিন একেবারে গতকাল রাত 11:59 মিনিটে পালন করেন স্নেহা ৷

আল্লু অর্জুন এখন সবচেয়ে বেশি চর্চায় রয়েছেন তাঁর নতুন ছবি 'পুষ্পা: দ্য় রুল'-এর জন্য় ৷ গতকালই নির্মাতারা সামনে এনেছিলেন ছবির টিজার ৷ টিজারে যে গল্পের আভাস পাওয়া গিয়েছে, তাতে দেখা গিয়েছে পুলিশ পুষ্পাকে জেলবন্দি করেছিল ঠিকই কিন্তু জেল থেকে সে নিঁখোজ হয়ে যায় ৷ এরপর পাওয়া যায় তার রক্তে ভেজা জামা ৷ যা দেখে মনে হয়েছিল হয়তো পুষ্পা মারাই গিয়েছে ৷ কিন্তু হঠাৎই এক জঙ্গলের গুপ্ত ক্য়ামেরায় দেখা যায় পুষ্পাকে ৷ এরপর কি হবে তা জানা যাবে ছবি মুক্তির পর ৷

পর্দার পুষ্পার জন্মদিন উদযাপনে মেতে উঠলেন স্ত্রী স্নেহা

'পুষ্পা: দ্য় রুল' মুক্তি পেতে চলেছে আগামী বছর শেষের দিকে ৷ এছাড়া আল্লুকে দেখা যাবে সন্দীপ রেড্ডি ভাঙ্গার ছবিতেও ৷ এই ছবিটিও প্যান ইন্ডিয়া রিলিজ হবে ৷ তবে ছবির নাম এখনও সামনে আনেননি নির্মাতারা ৷ সন্দীপ রেড্ডি এখন ব্য়স্ত রয়েছেন তাঁর আসন্ন ছবি 'অ্য়ানিম্য়াল'-এর শ্য়ুটিং নিয়ে ৷ এই ছবিতে রয়েছেন রশ্মিকা মন্দানা এবং রণবীর কাপুর ৷ এই ছবির কাজ শেষ হলেই পর্দার পুষ্পার সঙ্গে ছবির কাজ শুরু করবেন তিনি ৷

আরও পড়ুন:জুটি বাঁধলেন জিৎ অরিজিৎ, মুক্তি পেল 'চেঙ্গিজ' ছবির নতুন গান

ABOUT THE AUTHOR

...view details