পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

ওটিটি থেকে ছবি সরলেও মিলল না রেহাই, ফের আইনি বিপাকে নয়নতারা

Nayanthara Police Case: একের পর এক পুলিশে অভিযোগ দায়ের হচ্ছে 'অন্নাপূর্ণী' ছবির কলাকুশলীদের বিরুদ্ধে ৷ এবার হিন্দু ভাবাবেগে আঘাত ও লাভ জিহাদের অভিযোগ তুলে থানায় মীরা-ভায়ান্দরের এক বাসিন্দা ৷

Etv Bharat
ফের আইনি বিপাকে নয়নতারা

By PTI

Published : Jan 12, 2024, 1:20 PM IST

থানে, 12 জানুয়ারি: একের পর এক আইনি বিপাকে জর্জরিত 'জওয়ান' নায়িকা নয়নতারা ৷ হিন্দুভাবাবেগে আঘাত করার অভিযোগে মহারাষ্ট্রের থানেতে এবার নয়নতারা-সহ আটজনের বিরূদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে ৷ সদ্য মুক্তিপ্রাপ্ত 'অন্নাপূর্ণী' ছবির কারণে আইনি সমস্যায় পড়লেন শাহরুখ খানের নায়িকা ৷

জানা গিয়েছে, নয়া নগর পুলিশ স্টেশনে মীরা-ভায়ান্দরের 48 বছরের বাসিন্দা এই ছবিতে দেখানে বিশেষ কিছু দৃশ্যে হিন্দু ভাবাবেগে আঘাত হানা হয়েছে, এই অভিযোগ নিয়ে এফআইআর দায়ের করেন ৷ এই ছবি লাভ জিহাদকেও প্রচার করছে বলে অভিযোগে উঠে এসেছে ৷ ইতিমধ্যেই ছবিটিকে ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স থেকে সরিয়ে দেওয়া হয়েছে ৷ পুলিশ আধিকারিক সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে অভিনেত্রী নয়নতারা, ছবির প্রযোজক-সহ আটজনের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 153-এ(বিভিন্ন গোষ্ঠীর দ্বন্দ্বের প্রচার), 295-এ (ধর্মীয় ভাবাবেগে আঘাতের চেষ্টা), 505 (দেবতার অধিষ্ঠান নিয়ে কৌতুক) ও 34 নম্বর ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে ৷

মুম্বই পুলিশ জানিয়েছে, দুই ডানপন্থী সংগঠন অভিনেতা নয়নতারা এবং ছবির সঙ্গে যুক্ত অন্যদের বিরুদ্ধে পৃথক অভিযোগ দায়ের করেছে ৷ ছবির কিছু দৃশ্য হিন্দুদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে, এই অভিযোগ করা হয়েছে। ইতিমধ্যেই বজরং দলের তরফে ওশিয়ারা থানায় একই অভিযোগ দায়ের হয়েছে দুদিন আগেই ৷ সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে ৷ অন্যদিকে, লোকমান্য তিলক মার্গ পুলিশ স্টেশনে হিন্দি আইটি সেলের প্রধান রামেশ সোলাঙ্কি একই অভিযোগ এনে এইআইআর দায়ের করেছেন ৷

উল্লেখ্য, ছবি মুক্তির কিছুদিনের মধ্যেই বির্তক শুরু হয় 'অন্নপূর্ণী' ছবিকে কেন্দ্র করে ৷ হিন্দু ভাবাবেগে আঘাতের অভিযোগ ওঠায় ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স ও জি স্টুডিয়ো থেকে তুলে নেওয়া হয়েছে এই ছবি ৷ এমনকী, বিশ্ব হিন্দু পরিষদে কাছে ক্ষমা চিঠি পাঠানো হয়েছে জি স্টুডিয়োর তরফে ৷ ধর্মীয় ভাবাবেগে আঘাত হানার অভিযোগে 'অন্নপূর্ণী'র প্রযোজক, পরিচালক এবং অভিনেত্রী নয়নতারার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয় ৷ জানা গিয়েছে, হিন্দু আইটি সেলের প্রতিষ্ঠাতা রমেশ শোলাঙ্কি, অভিনেত্রী নয়নতারা, জয়, লেখক-পরিচালক নীলেশ কৃষ্ণ, প্রযোজক যতীন শেঠি, আর রবীন্দ্রণ, এবং পুনিত গোয়েঙ্কা, জি স্টুডিওর চিফ বিজনেস অফিসার শরিক প্যাটেল এবং নেটফ্লিক্স ইন্ডিয়ার প্রধান মনিকা শেরগিলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে।

ABOUT THE AUTHOR

...view details