কান, 27 এপ্রিল : দেশব্য়াপী দীপিকা অনুরাগীদের জন্য় বড় সুখবর ৷ এবার 75তম কান চলচ্চিত্র উৎসবে জুরি বিভাগে স্থান পেতে চলেছেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন (Deepika Padukone Cannes Jury Member) ৷ মঙ্গলবার রাতে সংস্থার পক্ষ থেকে জুরি সভাপতি এবং অন্যান্য সদস্য়েদের নাম ঘোষণা করা হয়েছে ৷ আর সেখানেই ভারতের প্রতিনিধিত্ব করবেন তিনি ৷
কান ফ্লিম ফেস্টিভ্যালের রেড কার্পেটে প্রথমবার দীপিকা পা রেখেছিলেন 2017 সালে ৷ এদিন দীপিকা নিজেও একটি ছবি শেয়ার করেছেন অস্কার বিজয়ী চলচ্চিত্র নির্মাতা আসগর ফারহাদি, জেফ নিকোলস, রেবেকা হল, নুমি-সহ জুরি বিভাগের অন্যান্য় সদস্যদের সঙ্গে ৷ এবারের কান চলচ্চিত্র উৎসবে জুরির সভাপতি হবেন ফরাসি অভিনেতা ভিনসেন্ট লিন্ডন । ফেস্টিভ্যাল শুরু হতে চলেছে 17 মে এবং 28 মে ঘোষণা করা হবে এবারের পালমে ডি'অর পুরস্কার বিজেতাদের নাম ৷