পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

High Court on Ranveer: রণবীরের নগ্ন ফটোশ্যুট সংক্রান্ত মামলায় ম্যাগাজিন সংস্থাকে যুক্ত করার নির্দেশ হাইকোর্টের - High Court on Ranveer

বলিউড অভিনেতা রণবীর সিং'য়ের নগ্ন ফটোশ্যুট সংক্রান্ত জনস্বার্থ মামলায় ম্যাগাজিন সংস্থাকে যুক্ত করার নির্দেশ দিল হাইকোর্ট ৷ মামলার পরবর্তী শুনানি 19 সেপ্টেম্বর (Calcutta High Court on Ranveer Singh Nude Photo Shoot Case)।

High Court on Ranveer
রণবীরের নগ্ন ফটোশ্যুট সংক্রান্ত মামলায় ম্যাগাজিন সংস্থাকে যুক্ত করার নির্দেশ হাইকোর্টের

By

Published : Aug 8, 2022, 6:04 PM IST

কলকাতা, 8 অগস্ট: নগ্ন ফটোশ্য়ুট বিতর্ক পিছু ছাড়ছে না রণবীর সিং'য়ের ৷ এবার বলিউড অভিনেতার বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে দায়ের হল জনস্বার্থ মামলা। রণবীর সিং'কে মামলায় যুক্ত করা হলেও মামলার নথি দেওয়া হয়নি ম্যাগাজিন সংস্থাকে । তাই এই সংক্রান্ত মামলার শুনানি পিছিয়ে দিল হাইকোর্ট (Calcutta High Court on Ranveer Singh Nude Photo Shoot Case)।

নিউইয়র্কের পেপারম্যাগ ম্যাগাজিন সংস্থাকে মামলার নথি দিয়ে যুক্ত করতে হবে, তারপরই মামলার শুনানি গ্রহণ করবে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। আবেদনকারীকে এমনই নির্দেশ দিয়েছে আদালত ৷ মামলার পরবর্তী শুনানি রয়েছে 19 সেপ্টেম্বর । প্রয়াত মার্কিন অভিনেতা বার্ট রেনল্ডসকে স্মরণ করে সম্প্রতি পেপার ম্যাগ ম্যাগাজিনের জন্য এই ফটোশ্য়ুট করেন রণবীর ৷ রেনল্ডসও অতীতে এই ধরনের সাহসী পদক্ষেপ নিতে ভয় পেতেন না ৷

তবে তাঁর এই নগ্ন ফটোশ্যুটই এখন রণবীরের মাথাব্যথার বড় কারণ হয়ে উঠেছে ৷ রামগোপাল বর্মা, আলিয়া ভাটদের অনেকেই যেমন অভিনেতার পাশে দাঁড়িয়েছেন, তেমনই আবার বিপক্ষেও গিয়েছেন অনেকেই ৷ উল্লেখ্য, নগ্ন ফটোশ্য়ুটের জন্য অভিনেতা রণবীর সিংয়ের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয় । কিছুদিন আগে অভিনেতার বিরুদ্ধে মুম্বইয়ের চেম্বুর থানাতেও অভিযোগ দায়ের হয়েছিল ।

আরও পড়ুন:'কভি ঈদ কভি দিওয়ালি' থেকে সরানো হল শেহনাজকে! সলমনকে ফলো করা বন্ধ করলেন অভিনেত্রী

তারপরই কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করা হয় । মামলা দায়ের করেন সংখ্যালঘু মহিলা সংগঠনের চেয়ারপার্সন নাজিয়া ইলাহি খান । ম্যাগাজিনের জন্য করা রণবীরের নগ্ন ফটোশ্যুটের ছবি যাতে বাংলায় না ছড়িয়ে পড়ে, সেজন্য কলকাতা হাইকোর্টের হস্তক্ষেপ চেয়ে আবেদন জানিয়েছিলেন নাজিয়া ।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details