পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

New Film Calcutta 99: নয়ের দশকের কলকাতার আন্ডার ওয়ার্ল্ডের গল্প বলবে 'ক্যালকাটা 99' - New Film Calcutta 99 is Coming Soon

কলকাতা শহরের আন্ডার ওয়ার্ল্ডের গল্প বলবে পরিচালক জয়ব্রত দাসের ছবি 'ক্যালকাটা 99'(Calcutta 99 Teaser Poster)। সম্প্রতি মুক্তি পেয়েছে ছবির অফিসিয়াল নাম, টিজার এবং পোস্টার (New Film Calcutta 99)।

New Film Calcutta 99
নয়ের দশকের কলকাতার আন্ডার ওয়ার্ল্ডের গল্প বলবে 'ক্যালকাটা 99'

By

Published : Sep 26, 2022, 11:48 AM IST

কলকাতা, 26 সেপ্টেম্বর :ফের একবার এই শহরের গল্প ফুটে উঠবে বড় পর্দায় (Calcutta 99 Teaser Poster)। নয়ের দশকের শেষের দিকে কলকাতা শহরের আন্ডার ওয়ার্ল্ডের গল্প বলবে 'ক্যালকাটা 99'(New Film Calcutta 99)। সম্প্রতি মুক্তি পেয়েছে ছবির অফিসিয়াল নাম, টিজার এবং পোস্টার । পোস্টারে দেখা যাচ্ছে বৃষ্টিভেজা জলমগ্ন কলকাতা, আর তারই মধ্য়ে দিয়ে হেঁটে আসছেন দু'জন পুলিশ অফিসার । তাদের একজন নবীন আর আরেকজন প্রবীণ । পোস্টারের আভাস অনুযায়ী রহস্যে মোড়া এক অন্ধকার জগতের কাহিনিই উঠে আসতে চলেছে এই ছবিতে ৷

অবশ্য় এখনই ছবির অভিনেতাদের নাম জানাতে রাজি নন নির্মাতারা । ছবির পরিচালনায় রয়েছেন পরিচালক জয়ব্রত দাস । তিনি বলেন, "বেশ কিছু নামকরা অভিনেতা অভিনেত্রী থাকবেন এই ছবিতে । কিছুদিনের মধ্যে ছবির অভিনেতাদের নাম জানা যাবে ।" উল্লেখ্য, জয়ব্রত দাস এবং এই ছবির সিনেমাটোগ্রাফার অর্ণব লাহা 'এস আর এফ টি আই'-এর ফাইনাল ইয়ারের ছাত্র (New Film Calcutta 99 is Coming Soon)।

নয়ের দশকের কলকাতার আন্ডার ওয়ার্ল্ডের গল্প বলবে 'ক্যালকাটা 99'

আরও পড়ুন:অভিনেত্রী থেকে পরিচালক, উত্তম সৌমিত্রর নায়িকাও, মেমসাহেবের শুরু আছে শেষ নেই

'প্রমোদ ফিল্মস' আর 'কুইনটেলস এন্টারটেনমেন্ট'- এর ব্যানারে আসবে এই ছবি । ছবির সহ প্রযোজক শাশ্বত চচট্টোপাধ্যায় । পরিচালক সৌমজিৎ আদক এই ছবিতে কাজ করবেন ক্রিয়েটিভ প্রোডিউসারের ভূমিকায় ।এই ছবির সঙ্গীত পরিচালনায় ঋষি পাণ্ডা । মিউজিক ডিরেক্টর হিসেবে এটি তাঁর প্রথম কাজ কোনও ছবিতে । পোস্টার ডিজাইন করেছেন একতা ভট্টাচার্য । ছবির শুটিং শুরু হবে খুব শীঘ্রই ।

কলকাতা শহরের নানা গল্প এর আগেও উঠে বাংলা ছবিতে ৷ শুধু টলিউড নয় বলিউডের অনেক সাড়া জাগানো ছবিরও পটভূমি হয়েছে কলকাতা ৷ এক্ষেত্রে সবার প্রথমেই আসবে সুজয় ঘোষের 'কাহানি'-র নাম ৷ এবার তরুণ পরিচালক জয়ব্রত কীভাবে নয়ের দশকের কলকাতাকে তাঁর ছবিতে তুলে ধরেন সেদিকেই নজর থাকবে ৷

ABOUT THE AUTHOR

...view details