কলকাতা, 1 জুলাই:ব্যোমকেশ চরিত্রে দেব আর সত্যবতী রুক্মিণী মৈত্র ৷ এ ঘোষণা সামনে আসার পর থেকেই বিরসা দাশগুপ্তের নতুন ছবি 'ব্যোমকেশ ও দূর্গরহস্য' নিয়ে আলোচনা তুঙ্গে উঠেছিল ৷ অবশেষে শনিবার সামনে এল ছবির প্রি-টিজার ৷ বাঙালির গোয়েন্দাদের প্রতি আকর্ষণ ঠিক কতখানি তা বলতে গেলে শুধু একটি নামই বোধহয় যথেষ্ট উত্তম কুমারও একসময় অভিনয় করেছিলেন ব্য়োমকেশের চরিত্রে ৷ এরপর থেকে আবির চট্টোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য, যীশু সেনগুপ্ত, অনিন্দ্য চট্টোপাধ্যায় প্রত্যেকেই কোনও না কোনও সময় অভিনয় করেছিলেন ব্যোমকেশের চরিত্রে ৷
এবার সেই জুতোয় পা গলিয়েছেন দেবও ৷ প্রি-টিজারে অবশ্য় কোনও সংলাপ নেই দেবের কণ্ঠে ৷ একটি অগ্নিকাণ্ড, গোরা পুলিশের এদিক ওদিক ছুটে বেড়ানো আর অপূর্ব কেল্লার এক দৃশ্য ৷ মোটের ওপর 42 সেকেন্ডের ভিডিয়োতে রয়েছে এটুকুই ৷ সঙ্গে অবশ্য়ই পাওনা ব্যোমকেশের পুরো লুক ৷ দেবকে এখানে দেখা গেল ধুতি-পাঞ্জাবিতে ৷ তার সঙ্গে চোখে রয়েছে কালো ফ্রেমের চশমা ৷