ওয়াশিংটন, 14 সেপ্টেম্বর: ক্রিস্টিনা আগুইলেরা এবং নাচের দল সম্পর্কে 'বডি শেমিং' করায় ভয়ংকর প্রতিক্রিয়ার মুখে পড়তে হয়েছিল গায়ক-গীতিকার ব্রিটনি স্পিয়ার্সকে (body shaming comments on Christina Aguilera)৷ এবার তার জবাবে মুখ খুললেন তিনি(Britney Spears gives controversial statement ) ৷ তাঁর একটি নতুন ইনস্টা পোস্টে ক্রিস্টিনার সম্পর্কে লিখতে গিয়ে দু'টি পরীর একটি ছবি শেয়ার করেছেন ব্রিটনি ৷ আর তার ক্য়াপশনে তিনি স্পষ্টতই জানিয়েছেন আগুইলেরার "সুন্দর শরীর" সম্পর্কে সমালোচনা করার ইচ্ছা তাঁর নেই ৷ তাঁর এই ব্যাখ্যায় নিজের নিরপত্তাহীনতার কথাও উল্লেখ করেছেন তিনি(Britney Spears gives clarification about body shaming ) ৷
গায়িকা আরও জানিয়েছেন তাঁর এই মন্তব্য আসলে তাঁর বাবা-মা এবং সংবাদমাধ্যম ব্রিটনির সঙ্গে যে আচরণ করেছে তার প্রতিফলন ৷ কারণ এর ফলে এক ধরনের নিরাপত্তাহীনতায় ভুগেছেন তিনি ৷ তিনি আরও লেখেন, "কোনোভাবেই আমি ক্রিস্টিনার সুন্দর শরীরের সমালোচনা করছিলাম না, তিনি সুন্দরী এটাই বাস্তব । আমি একবার তাঁর শো দেখতে গিয়েছিলাম । কোনওভাবেই আমি ক্রিস্টিনার কথা উল্লেখ করিনি, আমার পোস্টটি দেখুন!!! আমি তাঁর শো থেকে অনুপ্রাণিত হয়েছি । তিনি একজন সুন্দরী মহিলা । আমাকে অনুপ্রাণিত করার জন্য আপনাকে ধন্যবাদ ক্রিস্টিনা (Britney Spears gives clarification)!!!"