কলকাতা, 14 জুন: 24 জুন মুক্তি পেতে চলেছে সায়ন্তন মুখোপাধ্যায় পরিচালিত 'ঝরা পালক' ( Sayantan Mukherjee Directional Jhora Palok Will Release on 24th June)। কবি জীবনানন্দ দাশের জীবন অবলম্বনে তৈরি হয়েছে এই ছবি। এখানে জীবনানন্দ দাশের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে নাট্যকার-মন্ত্রী ব্রাত্য বসুকে । তাঁর স্ত্রী লাবণ্যপ্রভার চরিত্রে থাকছেন ওপার বাংলার জয়া এহসানকে । চলতি বছর কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেখানো হয় সায়ন্তন মুখোপাধ্যায় পরিচালিত বাংলা ছবি 'ঝরা পালক'। 2020 সালে নির্মিত এই ছবির মুক্তি নানা কারণে পিছিয়ে যায় । অবশেষে 24 জুন মুক্তি পাচ্ছে এই ছবি ।
কম বয়সের জীবনানন্দের চরিত্রে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, সজনিকান্ত দাসের ভূমিকায় দর্শকরা দেখবেন দেবশঙ্কর হালদারকে, বুদ্ধদেব বসুর চরিত্রে কৌশিক সেন, প্রেমেন মিত্রর চরিত্রে বিপ্লব বন্দ্যোপাধ্যায়, সত্যানন্দ দাসের ভূমিকায় শান্তিলাল মুখোপাধ্যায়, কুসুম কুমারী দাসের ভূমিকাউ শ্রীলা মজুমদার, সুধীন্দ্রনাথ দত্তর ভূমিকায় পদ্মনাভ দাশগুপ্ত, ডি কে গুপ্তর ভূমিকায় পবন কানোড়িয়া এবং সমীর সেনের চরিত্রে দেখা যাবে সুদীপ্তা চট্টোপাধ্যায়কে ।
জীবনানন্দ দাশের ভূমিকায় অভিনয় করতে পেরে কেমন লেগেছে ব্রাত্য বসুর? অভিনেতা বলেন, "চরিত্রটাতে অভিনয় করার জন্য সায়ন্তন যখন বলল তখন ভাবলাম সময় বের করে না হয় করে ফেললাম চরিত্রটা । কিন্তু চরিত্রটা বুঝব কীভাবে? তাঁর কবিতা, উপন্যাস অনেক ছোট বয়স থেকেই পড়েছি । নিজের ব্যক্তিজীবন উনি ওনার উপন্যাসে অনাবৃত করে লিখেছেন । ওরকম একজন মানুষ সেই অর্থে সফল নন, সেই অর্থে কৃতী নন, একাকী নির্জন জীবন কাটিয়েছেন ৷ তাঁকে ফুটিয়ে তোলা খুব সহজ ছিল না । স্ত্রী'র সঙ্গে বনিবনা হত না তাঁর। মাত্র 54-55 বছর বয়সে মারা যাচ্ছেন, তাঁর জীবনটা কীভাবে ধরব? সেদিক থেকে দেখতে গেলে তিনি আত্মহত্যা করেছেন । এই তৃতীয় বিশ্বের অসংবেদনশীল সমাজ একজন কবি, শিল্পী, সাহিত্যিকের গুরুত্ব বোঝে না । তার ফলে জীবনানন্দ দাশের মতো একজন সেন্সেটিভ মানুষের কী পরিণতি হয় সেটা শাহাদুজ্জামান দেখিয়েছেন । সেটা এই চরিত্রটা করাতে আমাকে অনেক সহায়তা করেছে ।"