মুম্বই, 8 অগস্ট:অয়ন মুখোপাধ্য়ায়ের নতুন ছবি 'ব্রহ্মাস্ত্র'-এর পর্দায় আসার জন্য় এখন অপেক্ষায় রয়েছেন রণলিয়া জুটির সমস্ত অনুরাগীরা ৷ ছবির ট্রেলার ইতিমধ্য়েই সামনে এসেছে ৷ বলা যায়, মিশ্র প্রভাব পড়েছে নেটপাড়ায় ৷ কিছুদিন আগেই মুক্তি পেয়েছিল ছবির একটি রোম্যান্টিক গান 'কেশরিয়া'৷ এবার সামনে এল ছবির নতুন গান 'দেবা দেবা' (Brahmastra song Deva Deva )৷ ৷
এই গানটিতে গলা দিয়েছেন অরিজিৎ সিং ৷ সুরের দায়িত্বে রয়েছেন প্রীতম আর গানের কথা লিখেছেন অমিতাভ ভট্টাচার্য ৷ এই গানে দেখা যায় স্ক্রিন স্পেস শেয়ার করছেন অমিতাভ বচ্চন ৷ তাঁর ভিতরে থাকা শক্তিকে বিগ বি-র সহায়তায় জানতে ও ব্যবহার করতে শিখছেন রণবীর ৷ আগুনকে কীভাবে অস্ত্র রূপে ব্যবহার করতে তাও তিনি জানতে পারেন রণবীর ৷ এই গানে খুব অল্প সময়ের জন্য় হলেও দেখা গিয়েছে আলিয়াকেও ৷