পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Brahmastra New Song Deva Deva: হাজির 'ব্রহ্মাস্ত্র'-র নতুন ট্র্যাক 'দেবা দেবা', কন্ঠে অরিজিৎ - ayan mukerji

কিছুদিন আগেই মুক্তি পেয়েছিল 'ব্রহ্মাস্ত্র' ছবির প্রথম রোম্যান্টিক গান 'কেশরিয়া'৷ এবার সামনে এল ছবির নতুন গান 'দেবা দেবা' (Brahmastra song Deva Deva )৷ আলিয়া-রণবীর এই ছবিতেই জুটি বাঁধতে চলেছেন প্রথমবার ৷ 9 সেপ্টেম্বর দেশ জুড়ে মুক্তি পেতে চলেছে অয়ন মুখোপাধ্যায় (Director Ayan Mukherjee) পরিচালিত ছবি 'ব্রহ্মাস্ত্র পার্ট ওয়ান: শিবা'(Brahmastra cinema)।

Brahmastra song Deva Deva depicts how Ranbir Kapoor achieves his potential as Shiva
হাজির 'ব্রহ্মাস্ত্র' ছবির নতুন গান 'দেবা দেবা', কন্ঠে অরিজিৎ

By

Published : Aug 8, 2022, 10:19 PM IST

মুম্বই, 8 অগস্ট:অয়ন মুখোপাধ্য়ায়ের নতুন ছবি 'ব্রহ্মাস্ত্র'-এর পর্দায় আসার জন্য় এখন অপেক্ষায় রয়েছেন রণলিয়া জুটির সমস্ত অনুরাগীরা ৷ ছবির ট্রেলার ইতিমধ্য়েই সামনে এসেছে ৷ বলা যায়, মিশ্র প্রভাব পড়েছে নেটপাড়ায় ৷ কিছুদিন আগেই মুক্তি পেয়েছিল ছবির একটি রোম্যান্টিক গান 'কেশরিয়া'৷ এবার সামনে এল ছবির নতুন গান 'দেবা দেবা' (Brahmastra song Deva Deva )৷ ৷

এই গানটিতে গলা দিয়েছেন অরিজিৎ সিং ৷ সুরের দায়িত্বে রয়েছেন প্রীতম আর গানের কথা লিখেছেন অমিতাভ ভট্টাচার্য ৷ এই গানে দেখা যায় স্ক্রিন স্পেস শেয়ার করছেন অমিতাভ বচ্চন ৷ তাঁর ভিতরে থাকা শক্তিকে বিগ বি-র সহায়তায় জানতে ও ব্যবহার করতে শিখছেন রণবীর ৷ আগুনকে কীভাবে অস্ত্র রূপে ব্যবহার করতে তাও তিনি জানতে পারেন রণবীর ৷ এই গানে খুব অল্প সময়ের জন্য় হলেও দেখা গিয়েছে আলিয়াকেও ৷

আলিয়া-রণবীর এই ছবিতেই জুটি বাঁধতে চলেছেন প্রথমবার ৷ আর ছবির শ্যুটিং শেষ হতে না-হতেই বাস্তবজীবনেও জুটি বেঁধেছেন এই পাওয়ার কাপেল ৷ এই ছবিতে অন্ধকার জগতের প্রতিনিধি হিসাবে দেখা যাবে টেলি অভিনেত্রী মৌনি রায়কেও ৷ ছবিতে থাকছেন নাগার্জুনও ৷ এমনকী ক্য়ামিও অ্যাপিয়ারেন্স করবেন শাহরুখ খানও ৷

আরও পড়ুন:'কভি ঈদ কভি দিওয়ালি' থেকে সরানো হল শেহনাজকে! সলমনকে ফলো করা বন্ধ করলেন অভিনেত্রী

উল্লেখ্য, 9 সেপ্টেম্বর দেশ জুড়ে মুক্তি পেতে চলেছে অয়ন মুখোপাধ্যায় (Director Ayan Mukherjee) পরিচালিত ছবি 'ব্রহ্মাস্ত্র পার্ট ওয়ান: শিবা'(Brahmastra cinema)। হিন্দি, তেলুগু, তামিল, মলয়ালম এবং কন্নড় ভাষায় মুক্তি পাবে এই ছবি ।

ABOUT THE AUTHOR

...view details